কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণের প্রস্তাবনা আগামী ৪ জুলাই (সোমবার) করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম।
এ দিকে নির্বাচিত তিন কাউন্সিলর শপদের আগেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। ফলে নির্বাচিত সময়ে তাঁদের শপথ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। রাজধানী ঢাকায় ওসমানী মিলনায়তনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি আগামী ৪ জুলাই (সোমবার) সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ করার সম্ভাব্য দিন রাখার প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নবনির্বাচিত মেয়রকে প্রধানমন্ত্রী এবং কাউন্সিলরদের এলজিআরডি শপথ পাঠ করাবেন।
এদিকে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নম্বর-১ এর বিচারক আব্বাস উদ্দিন কাউন্সিলর বাবুলসহ ওই মামলার ৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আজাদ হোসেন লিটন জানান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলসহ ৮ জন আসামি হাজিরা দিতে আসলে আদালত ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি তিনজনকে জামিন দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩১ মার্চ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলের নির্দেশে স্থানীয় বাবু মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হন। পরে আসামিরা তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে।
অপর দিকে পৃথক দুটি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) জামায়াত সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, একরাম হোসেন বাবু ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনসহ জামায়াতের ৮ জন কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ২১ জুন (মঙ্গলবার) দুপুরে উচ্চ আদালতের নির্দেশে মামলায় অভিযুক্তরা কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আতাব উল্লার আদালতে জামিন আবেদন করেন। তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে দুর্গা পূজা চলাকালে একটি অস্থায়ী মণ্ডপে কোরআন রেখে অবমাননার ঘটনায় দুপুরের পর নগরীর কয়েকটি স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
আদালতের পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, সহিংসতার পৃথক দুটি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর গোলাম কিবরিয়া, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোশাররফ হোসেন ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম হোসেন বাবুকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত ২৩ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ১৫ জুন এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণের প্রস্তাবনা আগামী ৪ জুলাই (সোমবার) করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম।
এ দিকে নির্বাচিত তিন কাউন্সিলর শপদের আগেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। ফলে নির্বাচিত সময়ে তাঁদের শপথ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। রাজধানী ঢাকায় ওসমানী মিলনায়তনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি আগামী ৪ জুলাই (সোমবার) সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ করার সম্ভাব্য দিন রাখার প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নবনির্বাচিত মেয়রকে প্রধানমন্ত্রী এবং কাউন্সিলরদের এলজিআরডি শপথ পাঠ করাবেন।
এদিকে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নম্বর-১ এর বিচারক আব্বাস উদ্দিন কাউন্সিলর বাবুলসহ ওই মামলার ৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আজাদ হোসেন লিটন জানান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলসহ ৮ জন আসামি হাজিরা দিতে আসলে আদালত ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি তিনজনকে জামিন দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩১ মার্চ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলের নির্দেশে স্থানীয় বাবু মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হন। পরে আসামিরা তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে।
অপর দিকে পৃথক দুটি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) জামায়াত সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, একরাম হোসেন বাবু ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনসহ জামায়াতের ৮ জন কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ২১ জুন (মঙ্গলবার) দুপুরে উচ্চ আদালতের নির্দেশে মামলায় অভিযুক্তরা কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আতাব উল্লার আদালতে জামিন আবেদন করেন। তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে দুর্গা পূজা চলাকালে একটি অস্থায়ী মণ্ডপে কোরআন রেখে অবমাননার ঘটনায় দুপুরের পর নগরীর কয়েকটি স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
আদালতের পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, সহিংসতার পৃথক দুটি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর গোলাম কিবরিয়া, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোশাররফ হোসেন ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম হোসেন বাবুকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত ২৩ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ১৫ জুন এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে