Ajker Patrika

তিতাসে গোমতীর পাড়ের ৩ গ্রাম বন্যায় প্লাবিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসে গোমতীর পাড়ের ৩ গ্রাম বন্যায় প্লাবিত

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের গোমতী নদীর পাড়ের তিন গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পানির চাপে এই গ্রামগুলো প্লাবিত হয়েছে বলে জানান স্থানীয়রা। 

আজ বুধবার দুপুর সরেজমিনে দেখা যায়, কলাকান্দি ইউনিয়নের আফজলেরকান্দি, উত্তর মানিকনগর ও দক্ষিণ মানিকনগর গ্রাম উজান থেকে নেমে আসা পানিতে তলিয়েছ, প্রতিটি বাড়ির উঠানে হাঁটু পানি। এ ছাড়াও সদ্য রোপণকৃত আমন ধান, মাছের ঘের তলিয়ে গেছে। অন্যদিকে গ্রামীণ সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। 

এদিকে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার প্লাবিত গ্রাম গুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। 

দক্ষিণ মানিকনগর গ্রামের বাসিন্দা মৃত ফজলুল হক মোল্লার স্ত্রী হামিদা খাতুন (৭০) বলেন, ‘এক রাতের মধ্যেই বাড়িতে উঠে গেছে। এখন আমরা পানিবন্দী, আল্লায় যদি আমাদের রক্ষা করে।’ 

একই গ্রামের হালিমা বেগম বলেন, ‘তিন দিন আমি দুই কানি খেতে মালারি ধান লাগাইছি। গতকাল রাতে সব ডুবে গেছে।’ 

কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার বলেন, ‘হঠাৎ করেই গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় আমার ইউনিয়নের ৩-৪টি গ্রামের রাস্তাঘাট ও ফসিল জমিসহ ঘর-বাড়ি তলিয়ে গেছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই সমস্যার মধ্যে রয়েছে। আমি গতকাল রাতেই প্লাবিত এলাকা পরিদর্শন করেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। আজ বুধবার স্যার এসে পরিদর্শন করে গেছেন।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) এটিএম মোর্শেদ বলেন, বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁদের সহযোগিতার ব্যবস্থা নিচ্ছি। এ ছাড়াও যে সকল রাস্তাঘাট ভাঙন দেখা দিয়েছে, তা দ্রুত মেরামত করার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।  বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত