দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় আনোয়ারা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় ইলিয়টগঞ্জ পশ্চিম বাজার পল্লি চিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদারের চেম্বারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা চান্দিনা উপজেলার বাতাঘাসী গ্ৰামের কাসেম মিয়ার স্ত্রী।
জানা যায়, দুপুরে আনোয়ারা বেগম তাঁর নিজ বাড়িতে হঠাৎ করেই শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে ইলিয়টগঞ্জ বাজার নিয়ে চিকিৎসকের চেম্বারে ভর্তি করানো হয়। পরে তাঁকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়। রোগী আনোয়ারা বেগম নিজ পায়ে হেঁটে হাসপাতালে আসা যাওয়া করেন।
রোগীর স্বজনদের অভিযোগ, পরীক্ষা শেষে ওই চেম্বারের পল্লি চিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদার রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার পরই রোগী আনোয়ারা বেগমের বুক জ্বালাপোড়া শুরু করে। এরপরই তিনি মারা যান।
বাতাঘাসী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য উম্মে জাহানারা বেগম বলেন, আমি ওই চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রোগী আনোয়ারা বেগমের মেয়ে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে চেম্বারের ভেতর থেকে এসে বলে আমার মা নেই। সঙ্গে সঙ্গে আমি চেম্বারে প্রবেশ করি। প্রবেশের পর দেখি ডাক্তার রোগীর স্বজনদের বলছেন, অন্য কোথাও নিয়ে ভর্তি করাতে। আমি রোগীর কাছে গিয়ে দেখি ততক্ষণে ওই নারী মারা গিয়েছেন।’
স্বজনরা বলছেন, ‘শারীরিক দুর্বলতা কাটাতে ইনজেকশন পুশ করেন ওই ডাক্তার। তবে ভুলবশত অন্য কোন ইনজেকশন দিয়েছে কি না আমরা জানি না। আমাদের ধারণা ভুল ইনজেকশন দেওয়ার ফলে তাৎক্ষণিক মৃত্যু ঘটেছে।’
বিষয়টি ধামাচাপা দিতে ইলিয়টগঞ্জ ১৯ নম্বর দক্ষিণ ইউনিয়নে মো. মামুনুর রশিদ মামুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠক বসেন। বৈঠকে নিহতের স্বামী মো. কাশেম মিয়াকে ২০ হাজার টাকায় রফা করার প্রস্তাব করেন। কিন্তু ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক হোসেন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে নিহতের মৃতদেহ বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় আনোয়ারা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় ইলিয়টগঞ্জ পশ্চিম বাজার পল্লি চিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদারের চেম্বারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা চান্দিনা উপজেলার বাতাঘাসী গ্ৰামের কাসেম মিয়ার স্ত্রী।
জানা যায়, দুপুরে আনোয়ারা বেগম তাঁর নিজ বাড়িতে হঠাৎ করেই শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে ইলিয়টগঞ্জ বাজার নিয়ে চিকিৎসকের চেম্বারে ভর্তি করানো হয়। পরে তাঁকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়। রোগী আনোয়ারা বেগম নিজ পায়ে হেঁটে হাসপাতালে আসা যাওয়া করেন।
রোগীর স্বজনদের অভিযোগ, পরীক্ষা শেষে ওই চেম্বারের পল্লি চিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদার রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার পরই রোগী আনোয়ারা বেগমের বুক জ্বালাপোড়া শুরু করে। এরপরই তিনি মারা যান।
বাতাঘাসী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য উম্মে জাহানারা বেগম বলেন, আমি ওই চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রোগী আনোয়ারা বেগমের মেয়ে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে চেম্বারের ভেতর থেকে এসে বলে আমার মা নেই। সঙ্গে সঙ্গে আমি চেম্বারে প্রবেশ করি। প্রবেশের পর দেখি ডাক্তার রোগীর স্বজনদের বলছেন, অন্য কোথাও নিয়ে ভর্তি করাতে। আমি রোগীর কাছে গিয়ে দেখি ততক্ষণে ওই নারী মারা গিয়েছেন।’
স্বজনরা বলছেন, ‘শারীরিক দুর্বলতা কাটাতে ইনজেকশন পুশ করেন ওই ডাক্তার। তবে ভুলবশত অন্য কোন ইনজেকশন দিয়েছে কি না আমরা জানি না। আমাদের ধারণা ভুল ইনজেকশন দেওয়ার ফলে তাৎক্ষণিক মৃত্যু ঘটেছে।’
বিষয়টি ধামাচাপা দিতে ইলিয়টগঞ্জ ১৯ নম্বর দক্ষিণ ইউনিয়নে মো. মামুনুর রশিদ মামুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠক বসেন। বৈঠকে নিহতের স্বামী মো. কাশেম মিয়াকে ২০ হাজার টাকায় রফা করার প্রস্তাব করেন। কিন্তু ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক হোসেন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে নিহতের মৃতদেহ বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৯ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে