কুমিল্লা প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকারের মধ্যে জবাবদিহিতা নেই। ব্যাংকে টাকা নেই। সংকট মোকাবিলায় অতিরিক্ত টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি তৈরি হচ্ছে। সব টাকা পাচার হচ্ছে বিদেশে। দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। দেশের মানুষ ভালো নেই। ভালো আছে শুধু সরকারি দল ও তাদের নেতা কর্মীরা। মানুষের ক্রয় ক্ষমতা শূন্যে নেমে আসছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের কুশাসনের ফল।
আজ শনিবার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, সরকার দলীয় লোকজন জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। সেদিন আমি আপনাদের এলাকার একটি ভিডিওতে দেখলাম, একজন আওয়ামী লীগ নেতা একজন শিক্ষককে বলছেন ‘এই বেটা জয় বাংলা বল।’ এই হলো আওয়ামী লীগ ও সরকারের চরিত্র। সরকার ও সরকারদলীয় লোকজন যদি এক হয়ে যায় তাহলে সেখানে একনায়কতন্ত্র কায়েম হয়। বাক্স্বাধীনতা সরকার বন্ধ করে দিয়েছে।
সম্মেলনে নেতা কর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
সম্মেলনে প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশে আজ নৈরাজ্য চলছে। ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। আর বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চার বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ লুটপাটের জন্য দুই দলকে চায় না। জনগণ চায় জাতীয় পার্টিকে।
জাতীয় পাটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির আহ্বায়ক সাবেক এমপি আমীর হোসেনের ভূঁইয়ার সভাপতিত্বে ও জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও সদস্যসচিব ইফতেখার আহসানের সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পাটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবির লোটনসহ কেন্দ্রীয় আরও অনেকে।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকারের মধ্যে জবাবদিহিতা নেই। ব্যাংকে টাকা নেই। সংকট মোকাবিলায় অতিরিক্ত টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি তৈরি হচ্ছে। সব টাকা পাচার হচ্ছে বিদেশে। দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। দেশের মানুষ ভালো নেই। ভালো আছে শুধু সরকারি দল ও তাদের নেতা কর্মীরা। মানুষের ক্রয় ক্ষমতা শূন্যে নেমে আসছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের কুশাসনের ফল।
আজ শনিবার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, সরকার দলীয় লোকজন জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। সেদিন আমি আপনাদের এলাকার একটি ভিডিওতে দেখলাম, একজন আওয়ামী লীগ নেতা একজন শিক্ষককে বলছেন ‘এই বেটা জয় বাংলা বল।’ এই হলো আওয়ামী লীগ ও সরকারের চরিত্র। সরকার ও সরকারদলীয় লোকজন যদি এক হয়ে যায় তাহলে সেখানে একনায়কতন্ত্র কায়েম হয়। বাক্স্বাধীনতা সরকার বন্ধ করে দিয়েছে।
সম্মেলনে নেতা কর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
সম্মেলনে প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশে আজ নৈরাজ্য চলছে। ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। আর বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চার বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ লুটপাটের জন্য দুই দলকে চায় না। জনগণ চায় জাতীয় পার্টিকে।
জাতীয় পাটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির আহ্বায়ক সাবেক এমপি আমীর হোসেনের ভূঁইয়ার সভাপতিত্বে ও জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও সদস্যসচিব ইফতেখার আহসানের সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পাটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবির লোটনসহ কেন্দ্রীয় আরও অনেকে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে