প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তিন কিশোরী। তিন দিন পর তাদের উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সমবয়সী কিশোরীরা বাড়িতে কোনো কাজকর্ম করছিল না। মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। তাই বাবা–মায়ের বকাঝকা করেছে। এই কারণেই রাগ করে একসঙ্গে তিনজন বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার তিন দিন পর তাদের উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে তাদের উদ্ধার করা হয়। কিশোরীরা হলো–চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছফুয়া গ্রামের লিমা আক্তার, মাহমুদা আক্তার ও শারমিন আক্তার।
কিশোরীদের স্বীকারোক্তির বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানা সূত্র জানায়, গত ১৭ আগস্ট স্থানীয় মাদ্রাসা ও স্কুলছাত্রী তিন কিশোরী প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তিনজন একত্রিত হয়ে কুমিল্লা ইপিজেডের কোনো গার্মেন্টস কারখানায় চাকরি করবে বলে সিদ্ধান্ত নেয়। সে লক্ষ্যে তারা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিলের দ্বিতীয় তলায় ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে ওঠে। ওই দিন রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরদিন অভিভাবকেরা ‘নিখোঁজ’ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ–পরিদর্শক আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লিমার বাবা বলেন, বাড়িতে বসে খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এ নিয়ে মায়ে বকাঝকা করছিল। এই কারণেই রাগ করে বের হয়ে যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তিন কিশোরী। তিন দিন পর তাদের উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সমবয়সী কিশোরীরা বাড়িতে কোনো কাজকর্ম করছিল না। মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। তাই বাবা–মায়ের বকাঝকা করেছে। এই কারণেই রাগ করে একসঙ্গে তিনজন বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার তিন দিন পর তাদের উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে তাদের উদ্ধার করা হয়। কিশোরীরা হলো–চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছফুয়া গ্রামের লিমা আক্তার, মাহমুদা আক্তার ও শারমিন আক্তার।
কিশোরীদের স্বীকারোক্তির বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানা সূত্র জানায়, গত ১৭ আগস্ট স্থানীয় মাদ্রাসা ও স্কুলছাত্রী তিন কিশোরী প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তিনজন একত্রিত হয়ে কুমিল্লা ইপিজেডের কোনো গার্মেন্টস কারখানায় চাকরি করবে বলে সিদ্ধান্ত নেয়। সে লক্ষ্যে তারা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিলের দ্বিতীয় তলায় ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে ওঠে। ওই দিন রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরদিন অভিভাবকেরা ‘নিখোঁজ’ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ–পরিদর্শক আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লিমার বাবা বলেন, বাড়িতে বসে খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এ নিয়ে মায়ে বকাঝকা করছিল। এই কারণেই রাগ করে বের হয়ে যায়।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে