প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তিন কিশোরী। তিন দিন পর তাদের উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সমবয়সী কিশোরীরা বাড়িতে কোনো কাজকর্ম করছিল না। মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। তাই বাবা–মায়ের বকাঝকা করেছে। এই কারণেই রাগ করে একসঙ্গে তিনজন বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার তিন দিন পর তাদের উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে তাদের উদ্ধার করা হয়। কিশোরীরা হলো–চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছফুয়া গ্রামের লিমা আক্তার, মাহমুদা আক্তার ও শারমিন আক্তার।
কিশোরীদের স্বীকারোক্তির বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানা সূত্র জানায়, গত ১৭ আগস্ট স্থানীয় মাদ্রাসা ও স্কুলছাত্রী তিন কিশোরী প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তিনজন একত্রিত হয়ে কুমিল্লা ইপিজেডের কোনো গার্মেন্টস কারখানায় চাকরি করবে বলে সিদ্ধান্ত নেয়। সে লক্ষ্যে তারা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিলের দ্বিতীয় তলায় ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে ওঠে। ওই দিন রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরদিন অভিভাবকেরা ‘নিখোঁজ’ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ–পরিদর্শক আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লিমার বাবা বলেন, বাড়িতে বসে খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এ নিয়ে মায়ে বকাঝকা করছিল। এই কারণেই রাগ করে বের হয়ে যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তিন কিশোরী। তিন দিন পর তাদের উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সমবয়সী কিশোরীরা বাড়িতে কোনো কাজকর্ম করছিল না। মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। তাই বাবা–মায়ের বকাঝকা করেছে। এই কারণেই রাগ করে একসঙ্গে তিনজন বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার তিন দিন পর তাদের উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে তাদের উদ্ধার করা হয়। কিশোরীরা হলো–চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছফুয়া গ্রামের লিমা আক্তার, মাহমুদা আক্তার ও শারমিন আক্তার।
কিশোরীদের স্বীকারোক্তির বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানা সূত্র জানায়, গত ১৭ আগস্ট স্থানীয় মাদ্রাসা ও স্কুলছাত্রী তিন কিশোরী প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তিনজন একত্রিত হয়ে কুমিল্লা ইপিজেডের কোনো গার্মেন্টস কারখানায় চাকরি করবে বলে সিদ্ধান্ত নেয়। সে লক্ষ্যে তারা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিলের দ্বিতীয় তলায় ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে ওঠে। ওই দিন রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরদিন অভিভাবকেরা ‘নিখোঁজ’ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ–পরিদর্শক আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লিমার বাবা বলেন, বাড়িতে বসে খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এ নিয়ে মায়ে বকাঝকা করছিল। এই কারণেই রাগ করে বের হয়ে যায়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে