কুবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করতে আসার পথে আশরাফুল ইসলাম নাইম (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান বলেন, গুলিটি আশরাফুল ইসলামের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে পরবর্তী ধাপে পায়ে অপারেশন করা হবে।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ময়নামতি জাদুঘরের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত আশরাফুল ইসলাম। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ক্যাজুয়ালটি বিভাগের একটি শয্যায় শুয়ে আছেন আশরাফুল। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
আশরাফুল ইসলাম জানান, আন্দোলনে যোগ দিতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়মুখী সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনে দৌড় দেন। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে বাঁ পা অবশ হয়ে গেলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর দেখেন তাঁর সেলফোনটি নেই। এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘আশরাফুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করতে আসার পথে আশরাফুল ইসলাম নাইম (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান বলেন, গুলিটি আশরাফুল ইসলামের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে পরবর্তী ধাপে পায়ে অপারেশন করা হবে।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ময়নামতি জাদুঘরের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত আশরাফুল ইসলাম। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ক্যাজুয়ালটি বিভাগের একটি শয্যায় শুয়ে আছেন আশরাফুল। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
আশরাফুল ইসলাম জানান, আন্দোলনে যোগ দিতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়মুখী সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনে দৌড় দেন। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে বাঁ পা অবশ হয়ে গেলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর দেখেন তাঁর সেলফোনটি নেই। এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘আশরাফুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’

জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
৪ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
৩০ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩৬ মিনিট আগে