কুবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করতে আসার পথে আশরাফুল ইসলাম নাইম (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান বলেন, গুলিটি আশরাফুল ইসলামের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে পরবর্তী ধাপে পায়ে অপারেশন করা হবে।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ময়নামতি জাদুঘরের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত আশরাফুল ইসলাম। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ক্যাজুয়ালটি বিভাগের একটি শয্যায় শুয়ে আছেন আশরাফুল। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
আশরাফুল ইসলাম জানান, আন্দোলনে যোগ দিতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়মুখী সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনে দৌড় দেন। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে বাঁ পা অবশ হয়ে গেলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর দেখেন তাঁর সেলফোনটি নেই। এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘আশরাফুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করতে আসার পথে আশরাফুল ইসলাম নাইম (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান বলেন, গুলিটি আশরাফুল ইসলামের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে পরবর্তী ধাপে পায়ে অপারেশন করা হবে।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ময়নামতি জাদুঘরের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত আশরাফুল ইসলাম। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ক্যাজুয়ালটি বিভাগের একটি শয্যায় শুয়ে আছেন আশরাফুল। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
আশরাফুল ইসলাম জানান, আন্দোলনে যোগ দিতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়মুখী সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনে দৌড় দেন। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে বাঁ পা অবশ হয়ে গেলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর দেখেন তাঁর সেলফোনটি নেই। এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘আশরাফুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৪ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২৭ মিনিট আগে