কুমিল্লা প্রতিনিধি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কুমিল্লার পুলিশ সুপারের পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে প্রতারণার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত দুদিনে ঢাকা ও মাদারীপুর জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান এ কথা জানান।
গ্রেপ্তাররা হলেন-মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শাখারপাড় মোল্লাবাড়ির মৃত শুকুর আলীর ছেলে মেরাজুল ইসলাম লায়ন মেরাজ (৪৬), এইকই জেলার লুন্দি এলাকার সুলতান খন্দকারের ছেলে মো. জামান খন্দকার আলীমুজ্জামান (৪৩) ও রায়েরকান্দি এলাকার সারোয়ার ফকিরের ছেলে মো. রিপন ফকির (৩৭)।
এর মধ্যে মেরাজুল ইসলাম লায়ন মেরাজ ডিএমপি কদমতলী থানার প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং মো. জামান খন্দকার আলীমুজ্জামান ডিএমপির বংশাল থানার চাঁদাবাজির মামলার আসামি।
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার সময় পুলিশে চাকরি দিয়ে দেবে বলে মরিয়ম বেগম নামে এক নারীর কাছ থেকে ঘুষ হিসেবে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। প্রতারক মেরাজুল ইসলাম ফোনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব, মো. আলীমুজ্জামান কুমিল্লা জেলা পুলিশ সুপারের পরিচয় দেন। মো. রিপন ফকির তাদের সহযোগী হিসেবে কাজ করেন।’
পুলিশ সুপার বলেন, ‘ভুক্তভোগী মরিয়ম বেগম তার নাতি ফাহিমের জন্য পুলিশে চাকরির চেষ্টা করে প্রতারণার শিকার হচ্ছিলেন। ঘটনাটি পুলিশ টের পেয়ে যাওয়ায়-দ্রুত সময়ের মধ্যে প্রতারকদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে ২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।’
তিনি আরও বলেন, ‘গত ১১ থেকে শুরু করে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ ও নগদে প্রতারকেরা টাকা নিয়ে যায়। এসব টাকা ঢাকা, মাদারীপুর ও সুনামগঞ্জ থেকে তোলা হয়। আসামিরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবৎ হ্যালো পার্টির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। এই ঘটনায় মরিময় বেগম বাদী হয়ে কুমিল্লার মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।’
মামলার বাদী মরিময় বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা বিভিন্ন কৌশলে তড়িৎ ভাবে টাকাগুলো নিয়ে যায়। ধার দেনা করে ৬ লাখ টাকা জোগাড় করেছিলাম। পুরো টাকা গেলে আরও বিপদে পড়তাম। তাদের এমন প্রতারণার বিষয়টি আমরা বুঝতে পারিনি।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কুমিল্লার পুলিশ সুপারের পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে প্রতারণার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত দুদিনে ঢাকা ও মাদারীপুর জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান এ কথা জানান।
গ্রেপ্তাররা হলেন-মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শাখারপাড় মোল্লাবাড়ির মৃত শুকুর আলীর ছেলে মেরাজুল ইসলাম লায়ন মেরাজ (৪৬), এইকই জেলার লুন্দি এলাকার সুলতান খন্দকারের ছেলে মো. জামান খন্দকার আলীমুজ্জামান (৪৩) ও রায়েরকান্দি এলাকার সারোয়ার ফকিরের ছেলে মো. রিপন ফকির (৩৭)।
এর মধ্যে মেরাজুল ইসলাম লায়ন মেরাজ ডিএমপি কদমতলী থানার প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং মো. জামান খন্দকার আলীমুজ্জামান ডিএমপির বংশাল থানার চাঁদাবাজির মামলার আসামি।
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার সময় পুলিশে চাকরি দিয়ে দেবে বলে মরিয়ম বেগম নামে এক নারীর কাছ থেকে ঘুষ হিসেবে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। প্রতারক মেরাজুল ইসলাম ফোনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব, মো. আলীমুজ্জামান কুমিল্লা জেলা পুলিশ সুপারের পরিচয় দেন। মো. রিপন ফকির তাদের সহযোগী হিসেবে কাজ করেন।’
পুলিশ সুপার বলেন, ‘ভুক্তভোগী মরিয়ম বেগম তার নাতি ফাহিমের জন্য পুলিশে চাকরির চেষ্টা করে প্রতারণার শিকার হচ্ছিলেন। ঘটনাটি পুলিশ টের পেয়ে যাওয়ায়-দ্রুত সময়ের মধ্যে প্রতারকদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে ২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।’
তিনি আরও বলেন, ‘গত ১১ থেকে শুরু করে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ ও নগদে প্রতারকেরা টাকা নিয়ে যায়। এসব টাকা ঢাকা, মাদারীপুর ও সুনামগঞ্জ থেকে তোলা হয়। আসামিরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবৎ হ্যালো পার্টির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। এই ঘটনায় মরিময় বেগম বাদী হয়ে কুমিল্লার মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।’
মামলার বাদী মরিময় বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা বিভিন্ন কৌশলে তড়িৎ ভাবে টাকাগুলো নিয়ে যায়। ধার দেনা করে ৬ লাখ টাকা জোগাড় করেছিলাম। পুরো টাকা গেলে আরও বিপদে পড়তাম। তাদের এমন প্রতারণার বিষয়টি আমরা বুঝতে পারিনি।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১৩ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে