বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বুড়িচং উপজেলায় সাধারণ সদস্যপ্রার্থী পদে একজন প্রার্থী শূন্য ও দুজন প্রার্থী তিনটি করে ভোট পেয়েছেন। শূন্য ভোট পাওয়া প্রার্থীর নাম মো. রবিউল আলম। তিনি ক্রিকেট ব্যাট প্রতীকে কুমিল্লা-১০ (ওয়ার্ড) বুড়িচং উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য দুজন প্রার্থী ডা. এম এ কাদের খান ও মো. মোহন মিয়া, তারা তিনটি করে ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, জেলার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫ টিতে ভোট অনুষ্ঠিত হবে। ১২টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন প্রার্থী হয়েছেন। মোট ভোটার হলো ২৬৭৯ জন।
সাধারণ পাঁচটি ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হচ্ছেন। চেয়ারম্যান পদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হচ্ছেন তিনিও।
বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী সদস্যরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে (দাউদকান্দি) উত্তর জেলা যুবলীগের সদস্য নাসিম ইউসুফ রেইন, ৯ নম্বর ওয়ার্ডে (আদর্শ সদর) কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে (লাকসাম) লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান মজুমদার, ১৬ নম্বর ওয়ার্ডে (সদর দক্ষিণ) সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (লাকসাম, মনোহরগঞ্জ ও লালমাই) মনোহরগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তানজিনা আক্তার।

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বুড়িচং উপজেলায় সাধারণ সদস্যপ্রার্থী পদে একজন প্রার্থী শূন্য ও দুজন প্রার্থী তিনটি করে ভোট পেয়েছেন। শূন্য ভোট পাওয়া প্রার্থীর নাম মো. রবিউল আলম। তিনি ক্রিকেট ব্যাট প্রতীকে কুমিল্লা-১০ (ওয়ার্ড) বুড়িচং উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য দুজন প্রার্থী ডা. এম এ কাদের খান ও মো. মোহন মিয়া, তারা তিনটি করে ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, জেলার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫ টিতে ভোট অনুষ্ঠিত হবে। ১২টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন প্রার্থী হয়েছেন। মোট ভোটার হলো ২৬৭৯ জন।
সাধারণ পাঁচটি ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হচ্ছেন। চেয়ারম্যান পদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হচ্ছেন তিনিও।
বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী সদস্যরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে (দাউদকান্দি) উত্তর জেলা যুবলীগের সদস্য নাসিম ইউসুফ রেইন, ৯ নম্বর ওয়ার্ডে (আদর্শ সদর) কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে (লাকসাম) লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান মজুমদার, ১৬ নম্বর ওয়ার্ডে (সদর দক্ষিণ) সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (লাকসাম, মনোহরগঞ্জ ও লালমাই) মনোহরগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তানজিনা আক্তার।

অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৭ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৮ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারীসহ দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা নেতাদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে এসব নেতা-কর্মী যোগদান করেন।
২৬ মিনিট আগে