দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারের রসুলপুরে মামলা তুলে না নেওয়ায় রাস্তা বন্ধ করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর হোসেনের বিরুদ্ধে। ফলে চার দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে ছয় পরিবার।
সুরুজ মিয়া, বাছির মিয়া, জাহাঙ্গীর মিয়া, শাহজাহান, মিজানুর রহমান ও সোহেল মিয়ার পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ বিষয়ে ভুক্তভোগী মো. বাছির মিয়া গত শুক্রবার দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিন দেখা যায়, রসুলপুর বাজারসংলগ্ন খালের পাশে একটিই মাটির রাস্তা। বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অবরুদ্ধ থাকা বাড়ির নারী ও শিশুরা কান্নায় ভেঙে পড়েন।
তাঁদের মধ্যে নাজমা বেগম, শাহিনুর বেগম, হাজেরা বেগম, সোহেরা বেগম ও ফিরোজা বেগম জানান, আলমগীর হোসেন এলাকায় প্রভাবশালী। তাঁদের ভয়ে সন্তানেরা ঘর থেকে বের হতে পারে না। তাঁরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। চার দিন ধরে তাঁরা কষ্টে দিন পার করছেন।
স্থানীয়রা জানান, এ রাস্তা ৩০ থেকে ৩৫ বছর ধরে ওই ছয়টি পরিবার চলাচল করে আসছে। মূলত জমিসংক্রান্ত দ্বন্দ্বে গত বৃহস্পতিবার আলমগীর ও তাঁর ছেলেরা রাস্তা বন্ধ করে দেন।
অবরুদ্ধ পরিবারের সদস্য বাছির মিয়ার সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজ চার দিন ধরে আমি ঘরের বাইরে। শুধু আমি নই, বাড়িতে কোনো পুরুষ নেই। তাঁদের ভয়ে কেউ আসতে পারছেন না। কয়েক দিন আগে মিজান হুমকি দিচ্ছেন। আমরা কেউ ভয়ে আসতে পারছি না।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান বলেন, তাঁদের মধ্যে আগে থেকে ঝগড়া ও মারামারি হয়েছে। এ নিয়ে থানায় আলমগীরসহ তাঁর ছেলেদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলা তোলার জন্য বাছিরসহ ওই ছয় পরিবারকে চাপ দেওয়া হয়। মামলা না তোলায় আলমগীর বাছিরসহ ছয় পরিবার চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দিয়েছে।
এ বিষয়ে জানতে আলমগীর হোসেনকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও পাওয়া যায়নি। তবে তাঁর ভাতিজা শাহীন মিয়া বলেন, ‘বাছির মিয়াসহ ওই ছয় পরিবার আমার চাচা আলমগীর হোসেনের পূর্ব দিকে যাওয়ার রেকর্ডভুক্ত রাস্তা বন্ধ করে। এতে চাচাও ক্ষুব্ধ হয়ে পশ্চিমের দিকের রাস্তা বন্ধ করে দেন।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার দেবিদ্বারের রসুলপুরে মামলা তুলে না নেওয়ায় রাস্তা বন্ধ করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর হোসেনের বিরুদ্ধে। ফলে চার দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে ছয় পরিবার।
সুরুজ মিয়া, বাছির মিয়া, জাহাঙ্গীর মিয়া, শাহজাহান, মিজানুর রহমান ও সোহেল মিয়ার পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ বিষয়ে ভুক্তভোগী মো. বাছির মিয়া গত শুক্রবার দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিন দেখা যায়, রসুলপুর বাজারসংলগ্ন খালের পাশে একটিই মাটির রাস্তা। বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অবরুদ্ধ থাকা বাড়ির নারী ও শিশুরা কান্নায় ভেঙে পড়েন।
তাঁদের মধ্যে নাজমা বেগম, শাহিনুর বেগম, হাজেরা বেগম, সোহেরা বেগম ও ফিরোজা বেগম জানান, আলমগীর হোসেন এলাকায় প্রভাবশালী। তাঁদের ভয়ে সন্তানেরা ঘর থেকে বের হতে পারে না। তাঁরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। চার দিন ধরে তাঁরা কষ্টে দিন পার করছেন।
স্থানীয়রা জানান, এ রাস্তা ৩০ থেকে ৩৫ বছর ধরে ওই ছয়টি পরিবার চলাচল করে আসছে। মূলত জমিসংক্রান্ত দ্বন্দ্বে গত বৃহস্পতিবার আলমগীর ও তাঁর ছেলেরা রাস্তা বন্ধ করে দেন।
অবরুদ্ধ পরিবারের সদস্য বাছির মিয়ার সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজ চার দিন ধরে আমি ঘরের বাইরে। শুধু আমি নই, বাড়িতে কোনো পুরুষ নেই। তাঁদের ভয়ে কেউ আসতে পারছেন না। কয়েক দিন আগে মিজান হুমকি দিচ্ছেন। আমরা কেউ ভয়ে আসতে পারছি না।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান বলেন, তাঁদের মধ্যে আগে থেকে ঝগড়া ও মারামারি হয়েছে। এ নিয়ে থানায় আলমগীরসহ তাঁর ছেলেদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলা তোলার জন্য বাছিরসহ ওই ছয় পরিবারকে চাপ দেওয়া হয়। মামলা না তোলায় আলমগীর বাছিরসহ ছয় পরিবার চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দিয়েছে।
এ বিষয়ে জানতে আলমগীর হোসেনকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও পাওয়া যায়নি। তবে তাঁর ভাতিজা শাহীন মিয়া বলেন, ‘বাছির মিয়াসহ ওই ছয় পরিবার আমার চাচা আলমগীর হোসেনের পূর্ব দিকে যাওয়ার রেকর্ডভুক্ত রাস্তা বন্ধ করে। এতে চাচাও ক্ষুব্ধ হয়ে পশ্চিমের দিকের রাস্তা বন্ধ করে দেন।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে