কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় বড় ভাইয়ের কাছে পাওনা টাকা না পেয়ে ছোট ভাইয়ের নামে মামলা এবং টাকা আদায়ের জন্য বিএনপি নেতার চাপের মুখে মাহবুব আলম রুবেল নামে এক কৃষক দল নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বিষয়টি তুলে ধরেছেন তিনি। শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। তিনি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কৃষক দলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
পরদিন রোববার (২৯ জুন) নিহতের স্ত্রী রেহেনা বেগম চান্দিনা থানায় হত্যা মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফ একই ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা এবং মাইজখার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
রুবেলের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামীর বড় ভাই মফিজের সঙ্গে ২০১৬ সালে হানিফের আর্থিক লেনদেন হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট মফিজ বরগুনায় মারা যান। এরপর হানিফ আমার স্বামী রুবেলের নামে মামলা করেন এবং টাকার জন্য চাপ দিতে থাকেন। বাজার করার টাকাও ছিল না। অতিরিক্ত মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন রুবেল।’
মৃত্যুর আগে রুবেল তাঁর মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বলেন, ‘হানিফ ভাই টাকার জন্য আমার নামে মামলা দিয়েছে। ফোন করে আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে মামলা করতে বলে। রাজি না হওয়ায় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমি উপজেলা বিএনপির নেতাদের জানিয়েও কোনো সহায়তা পাইনি। এ অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি।’
স্থানীয়দের ভাষ্য, টাকা আদায়ে মামলার পর বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন রুবেল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিষ পান করেন তিনি। প্রথমে তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
অভিযুক্ত গাজী হাসান মাহমুদ হানিফ বলেন, ‘মফিজ মারা যাওয়ার পর রুবেলসহ তিনজন টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা রাখেননি, তাই মামলা করেছি। আওয়ামী লীগ নেতাদের নামে মামলা দিতে চাপ দেওয়ার অভিযোগ সত্য নয়।’
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘মামলার পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’

কুমিল্লার চান্দিনায় বড় ভাইয়ের কাছে পাওনা টাকা না পেয়ে ছোট ভাইয়ের নামে মামলা এবং টাকা আদায়ের জন্য বিএনপি নেতার চাপের মুখে মাহবুব আলম রুবেল নামে এক কৃষক দল নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বিষয়টি তুলে ধরেছেন তিনি। শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। তিনি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কৃষক দলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
পরদিন রোববার (২৯ জুন) নিহতের স্ত্রী রেহেনা বেগম চান্দিনা থানায় হত্যা মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফ একই ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা এবং মাইজখার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
রুবেলের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামীর বড় ভাই মফিজের সঙ্গে ২০১৬ সালে হানিফের আর্থিক লেনদেন হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট মফিজ বরগুনায় মারা যান। এরপর হানিফ আমার স্বামী রুবেলের নামে মামলা করেন এবং টাকার জন্য চাপ দিতে থাকেন। বাজার করার টাকাও ছিল না। অতিরিক্ত মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন রুবেল।’
মৃত্যুর আগে রুবেল তাঁর মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বলেন, ‘হানিফ ভাই টাকার জন্য আমার নামে মামলা দিয়েছে। ফোন করে আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে মামলা করতে বলে। রাজি না হওয়ায় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমি উপজেলা বিএনপির নেতাদের জানিয়েও কোনো সহায়তা পাইনি। এ অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি।’
স্থানীয়দের ভাষ্য, টাকা আদায়ে মামলার পর বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন রুবেল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিষ পান করেন তিনি। প্রথমে তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
অভিযুক্ত গাজী হাসান মাহমুদ হানিফ বলেন, ‘মফিজ মারা যাওয়ার পর রুবেলসহ তিনজন টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা রাখেননি, তাই মামলা করেছি। আওয়ামী লীগ নেতাদের নামে মামলা দিতে চাপ দেওয়ার অভিযোগ সত্য নয়।’
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘মামলার পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৬ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৬ ঘণ্টা আগে