চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করার ঘটনায় করা মামলায় জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। আজ বুধবার বেলা ১১টার দিকে শারীরিক অসুস্থতার কারণে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ রেদোয়ান আহমেদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আতিকুর রহমান সুমন বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তাঁর হৃদ্যন্ত্রে তিনটি রিং ও পেসমেকার বসানো রয়েছে। যেকোনো মুহূর্তে তিনি কারাগারে মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। এরই মধ্যে কারাগারে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রেদোয়ান আহমেদের অসুস্থতার বিষয়টি আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেন।’
চান্দিনা উপজেলা এলডিপির নেতা জামশেদ আহমেদ জাকি বলেন, ‘নেতার জামিন হয়েছে। আজ বিকেলের মধ্যেই কারাগার থেকে মুক্তি পাবেন তিনি। এরই মধ্যে আমরা সব কাগজপত্র প্রস্তুত করেছি।’ তবে এর আগে আরও তিনবার কুমিল্লার আদালতে জামিনের আবেদন করেছিলেন ড. রেদোয়ান আহমেদের আইনজীবীরা।
উল্লেখ্য, গত ৯ মে বিকেল ৪টার দিকে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২-এর মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। দুপুর ১টার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন। দুপুর আড়াইটার দিকে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২-এর প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করার ঘটনায় করা মামলায় জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। আজ বুধবার বেলা ১১টার দিকে শারীরিক অসুস্থতার কারণে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ রেদোয়ান আহমেদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আতিকুর রহমান সুমন বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তাঁর হৃদ্যন্ত্রে তিনটি রিং ও পেসমেকার বসানো রয়েছে। যেকোনো মুহূর্তে তিনি কারাগারে মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। এরই মধ্যে কারাগারে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রেদোয়ান আহমেদের অসুস্থতার বিষয়টি আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেন।’
চান্দিনা উপজেলা এলডিপির নেতা জামশেদ আহমেদ জাকি বলেন, ‘নেতার জামিন হয়েছে। আজ বিকেলের মধ্যেই কারাগার থেকে মুক্তি পাবেন তিনি। এরই মধ্যে আমরা সব কাগজপত্র প্রস্তুত করেছি।’ তবে এর আগে আরও তিনবার কুমিল্লার আদালতে জামিনের আবেদন করেছিলেন ড. রেদোয়ান আহমেদের আইনজীবীরা।
উল্লেখ্য, গত ৯ মে বিকেল ৪টার দিকে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২-এর মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। দুপুর ১টার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন। দুপুর আড়াইটার দিকে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২-এর প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৭ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে