কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য মো. হায়দার আলী বলেছেন, র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।
গতকাল বুধবার নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এসব কথা বলেন উপাচার্য মোহাম্মদ হায়দার আলী।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ অক্টোবর) নতুন ব্যাচ আসবে। এসে যদি র্যাগিংয়ের মতো জিনিসের শিকার হতে হয়, তাদের তা কোনোভাবেই কাম্য না। আমরা আজ ছাত্র পরামর্শক, একাডেমিক কাউন্সিল এবং প্রতিটি হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে বলেছি, তাঁরা যেন নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র শিক্ষার্থী বা কারও তত্ত্বাবধানে দিয়ে বিভাগ ত্যাগ না করেন। পাশাপাশি প্রতিটি হল প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।’
র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে হায়দার আলী বলেন, ‘কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কুবি উপাচার্য বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একটি নির্দেশনাপত্র দেওয়া হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের নাম ও মোবাইল নম্বর দেওয়া থাকবে। তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হবে, যেন তারা কোথাও কারও দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি জানায়।’
আগামী ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য মো. হায়দার আলী বলেছেন, র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।
গতকাল বুধবার নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এসব কথা বলেন উপাচার্য মোহাম্মদ হায়দার আলী।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ অক্টোবর) নতুন ব্যাচ আসবে। এসে যদি র্যাগিংয়ের মতো জিনিসের শিকার হতে হয়, তাদের তা কোনোভাবেই কাম্য না। আমরা আজ ছাত্র পরামর্শক, একাডেমিক কাউন্সিল এবং প্রতিটি হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে বলেছি, তাঁরা যেন নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র শিক্ষার্থী বা কারও তত্ত্বাবধানে দিয়ে বিভাগ ত্যাগ না করেন। পাশাপাশি প্রতিটি হল প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।’
র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে হায়দার আলী বলেন, ‘কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কুবি উপাচার্য বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একটি নির্দেশনাপত্র দেওয়া হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের নাম ও মোবাইল নম্বর দেওয়া থাকবে। তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হবে, যেন তারা কোথাও কারও দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি জানায়।’
আগামী ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

পাইকের বাড়ি গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ জানান, ওই পাঁচ নারী রোববার ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
২৯ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে