Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৭

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৭
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। রোববার (৮ জুন) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সবাই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছে—শিদলাই এলাকার এনামুল হকের ছেলে সাইম (১৩), সাজেদুল ইসলাম সাজুর ছেলে গোলাম নূর (৯), সিরাজুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫৭), জাকির হোসেনের স্ত্রী রোকসানা আক্তার (৩২), সিদ্দিকুর রহমানের ছেলে সিয়াম (১৯), মিন্টু মিয়ার ছেলে ফারুক ইসলাম (৪০) এবং দ্বীন ইসলামের ছেলে নাঈম (১৮)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে হঠাৎ করে একটি কালো রঙের পাগলা কুকুর গ্রামে ঢুকে পড়ে। এরপর এলোমেলোভাবে লোকজনকে কামড়াতে থাকে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত গোলাম নূরের বাবা সাজেদুল ইসলাম বলেন, ‘আমার ছেলে উঠোনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে একটি কুকুর এসে তাকে কামড়ে দেয়। তার চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হয়ে এলে কুকুরটি পালিয়ে যায়।’

আহত ফারুক ইসলাম বলেন, ‘কালো একটি কুকুর হঠাৎ আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয়। পরে শুনেছি, এই কুকুর আরও অনেককেই কামড়েছে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, ‘রোববার রাতে কুকুরের কামড়ে আহত হয়ে সাতজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত