Ajker Patrika

কুমিল্লায় প্রবাসী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় প্রবাসী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লায় আমেরিকা প্রবাসী আকবর হোসেন বাবুল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহমত উল্যাহ রনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দিঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রহমত উল্যাহ রনি (২২) নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার উলুপাড়া গাছী বাড়ীর সামসুদ্দিনের ছেলে। 

র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ভোরে নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দিঘিরপাড় এলাকা থেকে আকবর হোসেন বাবুল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহমত উল্যাহ রনিকে গ্রেপ্তার করা হয়।’ 

তিনি বলেন, ‘২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, উদ্ধার হওয়া মরদেহ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উলু পাড়া গ্রামের বাসিন্দা আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুলের। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম।’ 

তিনি আরও বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান। গত বৃহস্পতিবার এ আদেশ দেন তিনি। মামলার অন্যতম আসামি রনি পলাতক ছিলেন। আজ র‍্যাব তাকে গ্রেপ্তার করে সোনাইমুড়ি থানায় হস্তান্তর করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত