প্রতিনিধি, সদর (দক্ষিণ) কুমিল্লা

স্বাস্থ্য সহকারী উজ্জ্বল চন্দ্র সিংহ। বাগমারা উত্তর ইউনিয়ন কেশনপাড় গ্রামের মৃত নকেন্দ্র চন্দ্র সিংহর একমাত্র ছেলে। ইপিআই কর্মী হিসেবে কাজ করেন ভুলইন উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে।
গত বছরের প্রথম দিকে লালমাই উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত ও তৎকালীন স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়াশীষ রায়ের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে করোনার নমুনা সংগ্রহ শুরু করেন উজ্জ্বল। প্রাথমিকভাবে তিনি প্রবাস ফেরতদের নমুনা সংগ্রহ করেন। পরে তাঁকে লালমাই উপজেলার নিয়মিত করোনার নমুনা সংগ্রহ ও সিভিল সার্জন কার্যালয়ে নমুনা পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়। বাগমারা ২০ শয্যা হাসপাতালের রেকর্ড অনুযায়ী, গত বছরের ৭ মার্চ থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত তিনি একাই মোট ১ হাজার ৪১২টি নমুনা সংগ্রহ করেছেন।
এই কাজের জন্য তাঁকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তা সত্যিই বিরল। স্ত্রী–সন্তান, প্রতিবেশীরা সংক্রমিত হতে পারেন এই আশঙ্কায় দেড় বছর নিজের ঘরে ঘুমাননি। বাড়ির পাশের গ্যারেজে রাত্রিযাপন করেছেন। শ্যালো মেশিন রাখার ঘরেই কেটেছে এতটা দিন।
সর্বশেষ কুমিল্লার সিভিল সার্জনের নির্দেশে গত ৬ আগস্ট থেকে লালমাই উপজেলায় করোনার নমুনা সংগ্রহ শুরু করেছেন ল্যাব টেকনিশিয়ান সুইটি আক্তার। আর উজ্জ্বল সিংহকে করোনার টিকা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। অবশেষে পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন তিনি।
উজ্জ্বল চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, করোনার নমুনা সংগ্রহ করতে গিয়ে আমি দীর্ঘ দেড় বছর ঘরে ঘুমাতে পারিনি। এতে আমার পরিবারের সদস্যরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও লালমাইবাসী উপকৃত হয়েছেন। এতেই আমি সন্তুষ্ট। এবার গণ টিকা দান কার্যক্রমে সম্পৃক্ত হয়েছি। বিশ্বাস করি, এখানেও মানুষকে সেবা দিতে পারবো। নমুনা সংগ্রহ কার্যক্রমে আমি সাবেক ও বর্তমান ইউএনও স্যার, আরএমও স্যার, বর্তমান ওসি স্যার ও সংবাদকর্মীদের সহায়তা পেয়েছি।
পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা অহিদুর রহমান মাছুম বলেন, আমার একজন আত্মীয় গুরুতর অসুস্থ ছিলেন। হাসপাতালে নিয়ে নমুনা পরীক্ষার সুযোগ ছিল না। একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পেরে উজ্জ্বল সিংহ দাদা বাড়িতে এসে নমুনা সংগ্রহ করেছিলেন। আমি ও আমার পরিবার তাঁর কাছে কৃতজ্ঞ।
লালমাই উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও বাগমারা হাসপাতালের আরএমও ডা. আনোয়ার উল্যাহ বলেন, ল্যাব টেকনিশিয়ান না থাকায় দীর্ঘ দেড় বছর স্বাস্থ্য সহকারী উজ্জ্বল সিংহ করোনার নমুনা সংগ্রহ করেছেন। সিভিল সার্জনের নির্দেশে বর্তমানে লালমাই উপজেলায় একজন ল্যাব টেকনিশিয়ান কর্মরত। সে জন্য উজ্জ্বল সিংহকে নমুনা সংগ্রহের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য সহকারী উজ্জ্বল চন্দ্র সিংহ। বাগমারা উত্তর ইউনিয়ন কেশনপাড় গ্রামের মৃত নকেন্দ্র চন্দ্র সিংহর একমাত্র ছেলে। ইপিআই কর্মী হিসেবে কাজ করেন ভুলইন উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে।
গত বছরের প্রথম দিকে লালমাই উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত ও তৎকালীন স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়াশীষ রায়ের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে করোনার নমুনা সংগ্রহ শুরু করেন উজ্জ্বল। প্রাথমিকভাবে তিনি প্রবাস ফেরতদের নমুনা সংগ্রহ করেন। পরে তাঁকে লালমাই উপজেলার নিয়মিত করোনার নমুনা সংগ্রহ ও সিভিল সার্জন কার্যালয়ে নমুনা পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়। বাগমারা ২০ শয্যা হাসপাতালের রেকর্ড অনুযায়ী, গত বছরের ৭ মার্চ থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত তিনি একাই মোট ১ হাজার ৪১২টি নমুনা সংগ্রহ করেছেন।
এই কাজের জন্য তাঁকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তা সত্যিই বিরল। স্ত্রী–সন্তান, প্রতিবেশীরা সংক্রমিত হতে পারেন এই আশঙ্কায় দেড় বছর নিজের ঘরে ঘুমাননি। বাড়ির পাশের গ্যারেজে রাত্রিযাপন করেছেন। শ্যালো মেশিন রাখার ঘরেই কেটেছে এতটা দিন।
সর্বশেষ কুমিল্লার সিভিল সার্জনের নির্দেশে গত ৬ আগস্ট থেকে লালমাই উপজেলায় করোনার নমুনা সংগ্রহ শুরু করেছেন ল্যাব টেকনিশিয়ান সুইটি আক্তার। আর উজ্জ্বল সিংহকে করোনার টিকা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। অবশেষে পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন তিনি।
উজ্জ্বল চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, করোনার নমুনা সংগ্রহ করতে গিয়ে আমি দীর্ঘ দেড় বছর ঘরে ঘুমাতে পারিনি। এতে আমার পরিবারের সদস্যরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও লালমাইবাসী উপকৃত হয়েছেন। এতেই আমি সন্তুষ্ট। এবার গণ টিকা দান কার্যক্রমে সম্পৃক্ত হয়েছি। বিশ্বাস করি, এখানেও মানুষকে সেবা দিতে পারবো। নমুনা সংগ্রহ কার্যক্রমে আমি সাবেক ও বর্তমান ইউএনও স্যার, আরএমও স্যার, বর্তমান ওসি স্যার ও সংবাদকর্মীদের সহায়তা পেয়েছি।
পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা অহিদুর রহমান মাছুম বলেন, আমার একজন আত্মীয় গুরুতর অসুস্থ ছিলেন। হাসপাতালে নিয়ে নমুনা পরীক্ষার সুযোগ ছিল না। একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পেরে উজ্জ্বল সিংহ দাদা বাড়িতে এসে নমুনা সংগ্রহ করেছিলেন। আমি ও আমার পরিবার তাঁর কাছে কৃতজ্ঞ।
লালমাই উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও বাগমারা হাসপাতালের আরএমও ডা. আনোয়ার উল্যাহ বলেন, ল্যাব টেকনিশিয়ান না থাকায় দীর্ঘ দেড় বছর স্বাস্থ্য সহকারী উজ্জ্বল সিংহ করোনার নমুনা সংগ্রহ করেছেন। সিভিল সার্জনের নির্দেশে বর্তমানে লালমাই উপজেলায় একজন ল্যাব টেকনিশিয়ান কর্মরত। সে জন্য উজ্জ্বল সিংহকে নমুনা সংগ্রহের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৪২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে