হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা সরকারি কলেজে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টিপাতেই হাঁটুপানি জমে যাচ্ছে মাঠসহ কলেজ প্রাঙ্গণে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদেরকে। বৃষ্টিপাতের দিনে শিক্ষার্থী উপস্থিতি কমে যায়।
আজ বৃহস্পতিবার সরেজমিনে জানা গেছে, সড়ক থেকে কলেজ মাঠ নিচু হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান বৃষ্টির পানি জমে থাকে। ছেলেরা প্যান্ট ওপরে গুটিয়ে পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারলেও মেয়েদের পরনের পোশাক ভিজে যাচ্ছে।
সামিয়া নামের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, আজ কলেজে এসে বিপদে পড়েছি, কলেজের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে আমার সালোয়ার ভিজে গেছে। এই অবস্থায় ক্লাসে বসে থাকা যায় না। তাই কষ্ট করে এসেও বাড়ি ফিরে যাচ্ছি।
বৃষ্টি হলেই কলেজ প্রাঙ্গণে পানি জমে যায়। সেই পানি মাড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় বলে জানান কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফকির মো. ছাদেক। তিনি বলেন, বৃষ্টির দিন কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। কলেজে প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থী থাকলেও আজকের বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার কারণে মাত্র ৫০-৬০ জন শিক্ষার্থী কলেজে এসেছে। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, কলেজ জাতীয়করণ হওয়ায় ও নিজেদের অর্থ না থাকায় কিছুই করতে পারছি না। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে পৌরসভাকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত এই সমস্যার সমাধান চাই।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছির বলেন, কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লার হোমনা সরকারি কলেজে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টিপাতেই হাঁটুপানি জমে যাচ্ছে মাঠসহ কলেজ প্রাঙ্গণে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদেরকে। বৃষ্টিপাতের দিনে শিক্ষার্থী উপস্থিতি কমে যায়।
আজ বৃহস্পতিবার সরেজমিনে জানা গেছে, সড়ক থেকে কলেজ মাঠ নিচু হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান বৃষ্টির পানি জমে থাকে। ছেলেরা প্যান্ট ওপরে গুটিয়ে পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারলেও মেয়েদের পরনের পোশাক ভিজে যাচ্ছে।
সামিয়া নামের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, আজ কলেজে এসে বিপদে পড়েছি, কলেজের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে আমার সালোয়ার ভিজে গেছে। এই অবস্থায় ক্লাসে বসে থাকা যায় না। তাই কষ্ট করে এসেও বাড়ি ফিরে যাচ্ছি।
বৃষ্টি হলেই কলেজ প্রাঙ্গণে পানি জমে যায়। সেই পানি মাড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় বলে জানান কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফকির মো. ছাদেক। তিনি বলেন, বৃষ্টির দিন কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। কলেজে প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থী থাকলেও আজকের বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার কারণে মাত্র ৫০-৬০ জন শিক্ষার্থী কলেজে এসেছে। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, কলেজ জাতীয়করণ হওয়ায় ও নিজেদের অর্থ না থাকায় কিছুই করতে পারছি না। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে পৌরসভাকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত এই সমস্যার সমাধান চাই।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছির বলেন, কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ ভেতরে থাকা ছয় যাত্রী দ্রুত নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
৩ মিনিট আগে
মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৩৩ মিনিট আগে