প্রতিনিধি (কুমিল্লা) চৌদ্দগ্রাম

কুমিল্লা চৌদ্দগ্রামে ১৮ হাজার ২৩৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। গত মৌসুমের তুলনায় এই মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৯০ হাজার মেট্রিকটন ধান।
চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২১-২২ সালে চলতি মৌসুম জরিপে উপজেলায় ১৮ হাজার ২১০ হেক্টর রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তার বিপরীতে কৃষকেরা এবার ১৮ হাজার ২৩৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছেন। এর মধ্যে উফশী ১৬ হাজার ৯৫০, হাইব্রিড ৫৫ ও স্থানীয় ১ হাজার ২৩০ হেক্টর জমিতে কৃষকেরা এই রোপা আমন আবাদ করেছেন।
এ ছাড়া বি আর ১০, বি আর ১১, বি আর ২২, বি আর ২৩, বি ধান ৮৭, বি ধান ৮০, বি ধান ৫২ ও স্থানীয় জাত কালিজিরা, স্বর্ণমাসুরি রঞ্জিতসহ একাধিক জাতের আমন রোপার আবাদ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পেশাদার কৃষকেরা জমিনে আবাদকৃত আমন রোপার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। মনে হয় মাঠ জুড়ে শুধু সবুজের সমাহার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছেন, এবার আবহাওয়া বিরূপ প্রতিক্রিয়া না দেখালে আগের লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে কৃষকেরা মাঠে রোপা আমন আবাদে পর্যাপ্ত কীটনাশক ও সার ব্যবহার করতে পেরে আনন্দিত।
এ বিষয়ে মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, 'সময় মত বৃষ্টি এবং পর্যাপ্ত সার ও কীটনাশক জমিনে ব্যবহার করার কারণে আমন রোপার আবাদ ভালো হয়েছে। আশা করছি এবার ফলনও ভালো হবে।'
আলকরা ইউনিয়নের বান্দেরজলা গ্রামের কৃষক আলকাছ মিয়া বলেন, 'আমন মৌসুমের শুরুতে কৃষিসংক্রান্ত মাঠ কর্মকর্তাদের সঠিক নির্দেশনায় আমরা এবার জমিনে রোপা আমন রোপণ করেছি। সঠিক পরিচর্যার কারণে রোপা আমনের আবাদ ভালো হয়েছে।'
এ বিষয়ে উপজেলা কৃষিসংক্রান্ত অফিসার মো. নাসির উদ্দিন বলেন, 'কৃষকদের কৃষি অফিসের পক্ষ হতে নিয়মিত সার ও বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়েছে। আমনে কৃষকদের আগ্রহ বাড়ানোর জন্য আরও পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা রাখি প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি না হলে অতীতের লক্ষ্যমাত্রা চেয়ে এবার ফলন ভালো হবে।'

কুমিল্লা চৌদ্দগ্রামে ১৮ হাজার ২৩৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। গত মৌসুমের তুলনায় এই মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৯০ হাজার মেট্রিকটন ধান।
চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২১-২২ সালে চলতি মৌসুম জরিপে উপজেলায় ১৮ হাজার ২১০ হেক্টর রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তার বিপরীতে কৃষকেরা এবার ১৮ হাজার ২৩৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছেন। এর মধ্যে উফশী ১৬ হাজার ৯৫০, হাইব্রিড ৫৫ ও স্থানীয় ১ হাজার ২৩০ হেক্টর জমিতে কৃষকেরা এই রোপা আমন আবাদ করেছেন।
এ ছাড়া বি আর ১০, বি আর ১১, বি আর ২২, বি আর ২৩, বি ধান ৮৭, বি ধান ৮০, বি ধান ৫২ ও স্থানীয় জাত কালিজিরা, স্বর্ণমাসুরি রঞ্জিতসহ একাধিক জাতের আমন রোপার আবাদ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পেশাদার কৃষকেরা জমিনে আবাদকৃত আমন রোপার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। মনে হয় মাঠ জুড়ে শুধু সবুজের সমাহার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছেন, এবার আবহাওয়া বিরূপ প্রতিক্রিয়া না দেখালে আগের লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে কৃষকেরা মাঠে রোপা আমন আবাদে পর্যাপ্ত কীটনাশক ও সার ব্যবহার করতে পেরে আনন্দিত।
এ বিষয়ে মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, 'সময় মত বৃষ্টি এবং পর্যাপ্ত সার ও কীটনাশক জমিনে ব্যবহার করার কারণে আমন রোপার আবাদ ভালো হয়েছে। আশা করছি এবার ফলনও ভালো হবে।'
আলকরা ইউনিয়নের বান্দেরজলা গ্রামের কৃষক আলকাছ মিয়া বলেন, 'আমন মৌসুমের শুরুতে কৃষিসংক্রান্ত মাঠ কর্মকর্তাদের সঠিক নির্দেশনায় আমরা এবার জমিনে রোপা আমন রোপণ করেছি। সঠিক পরিচর্যার কারণে রোপা আমনের আবাদ ভালো হয়েছে।'
এ বিষয়ে উপজেলা কৃষিসংক্রান্ত অফিসার মো. নাসির উদ্দিন বলেন, 'কৃষকদের কৃষি অফিসের পক্ষ হতে নিয়মিত সার ও বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়েছে। আমনে কৃষকদের আগ্রহ বাড়ানোর জন্য আরও পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা রাখি প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি না হলে অতীতের লক্ষ্যমাত্রা চেয়ে এবার ফলন ভালো হবে।'

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১২ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৬ মিনিট আগে