মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামের যাত্রীদের যানবাহনে ওঠানামার সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নির্মাণ করা ১২টি যাত্রীছাউনি বেহাল হয়ে পড়েছে। অধিকাংশ ছাউনির ধাতব কাঠামো খুলে নেওয়া হয়েছে। কোনো কোনোটিতে চলছে ইট-বালুর ব্যবসা। কোথাও আবার মাইক্রোস্ট্যান্ড ও দোকান বানানো হয়েছে। সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে। ফলে যাত্রীরা ইচ্ছা করলেও আর এখন এগুলো ব্যবহার করতে পারছেন না।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় যাত্রীদের গণপরিবহনে ওঠানামার জন্য দুই পাশে যাত্রীছাউনি নির্মাণ করা হয়। কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ৯১ কিলোমিটার মহাসড়কের মধ্যে চৌদ্দগ্রামে রয়েছে ৪৪ কিলোমিটার। এখানে ঢাকা এবং চট্টগ্রামমুখী লেনে ১২টি ছাউনি নির্মাণ করা হয়। এগুলো বানানো হয় লালবাগ রাস্তার মাথা, মিয়ার বাজার, নোয়া বাজার, ছুপুয়া, দোলবাড়ী, সৈয়দপুর, নাটাপাড়া, চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের সামনে, বাতিসা বাজার, বাতিসা নতুন সড়ক, চিওড়া, ফকির বাজার ও জগন্নাথদিঘী এলাকায়।
বর্তমানে ছাউনিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একশ্রেণির অসাধু ব্যক্তি এগুলো দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। কোথাও আবার দেয়াল এবং ওপরের ছাদ খুলে নিয়ে গেছে। এ ছাড়া ছাউনিগুলো স্থানীয় বাজার থেকে কিছুটা দূরে হওয়ায় যাত্রীরা এগুলো ব্যবহার করতে অনেকটা অনীহা প্রকাশ করেন।
সরেজমিনে মিয়া বাজার ছাউনিতে দেখা যায়, মাইক্রোবাসের স্থানীয় চালকেরা সেখানে অবৈধ স্ট্যান্ড গড়ে তুলেছেন; যার কারণে ছাউনিটি যাত্রীরা ইচ্ছা করলেও ব্যবহার করতে পারছেন না। চৌদ্দগ্রাম হাসপাতালের সামনের ছাউনিটি ইট-বালু ব্যবসায়ীদের দখলে। এর পেছনের অংশ খুলে নেওয়া হয়েছে। বাতিসা নতুন সড়কের ছাউনি দখল করে রেখেছেন এক মুদিদোকানি আর বাজারের ছাউনিটি হোটেল ব্যবসায়ীদের দখলে। চিওড়া ছাউনিটি অসাধু ব্যবসায়ীরা দখল করে পান-সিগারেটের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এভাবে প্রতিটি ছাউনি বেদখল হয়ে আছে।
মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রীছাউনিগুলো কর্তৃপক্ষ বাসস্ট্যান্ড থেকে আলাদা করে অনেকটা দূরে তৈরি করেছে। তাই যাত্রীরা এগুলো ব্যবহার না করার কারণে অসাধু ব্যক্তিরা তা দখল করে নিয়েছে। আবার অনেকে ছাউনির কাঠামো খুলে নিয়ে গেছে।
ফেনী-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাসচালক খোকন মিয়া বলেন, ‘আমরা ইচ্ছা করলেই যাত্রীছাউনির সামনে গাড়ি দাঁড় করাতে পারি না। কারণ, এগুলো লোকাল বাস। যাত্রীদের পছন্দের জায়গায় নামিয়ে দিতে হয়। অন্যথায় তাঁরা আমাদের সঙ্গে ঝামেলা করে। সে জন্য ইচ্ছা থাকলেও ছাউনি ব্যবহার করতে পারছি না।’
ছাউনি দখলের বিষয়ে যোগাযোগ করা হলে সওজের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘যাত্রীছাউনিগুলো সম্পর্কে আপনাদের মাধ্যমে জেনেছি। খোঁজ নিয়ে এগুলো পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘বেহাল যাত্রীছাউনিগুলো আমার নজরে এসেছে। সওজের সঙ্গে কথা বলে ছাউনিগুলো ব্যবহারের উপযোগী করে তোলার পদক্ষেপ নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রামের যাত্রীদের যানবাহনে ওঠানামার সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নির্মাণ করা ১২টি যাত্রীছাউনি বেহাল হয়ে পড়েছে। অধিকাংশ ছাউনির ধাতব কাঠামো খুলে নেওয়া হয়েছে। কোনো কোনোটিতে চলছে ইট-বালুর ব্যবসা। কোথাও আবার মাইক্রোস্ট্যান্ড ও দোকান বানানো হয়েছে। সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে। ফলে যাত্রীরা ইচ্ছা করলেও আর এখন এগুলো ব্যবহার করতে পারছেন না।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় যাত্রীদের গণপরিবহনে ওঠানামার জন্য দুই পাশে যাত্রীছাউনি নির্মাণ করা হয়। কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ৯১ কিলোমিটার মহাসড়কের মধ্যে চৌদ্দগ্রামে রয়েছে ৪৪ কিলোমিটার। এখানে ঢাকা এবং চট্টগ্রামমুখী লেনে ১২টি ছাউনি নির্মাণ করা হয়। এগুলো বানানো হয় লালবাগ রাস্তার মাথা, মিয়ার বাজার, নোয়া বাজার, ছুপুয়া, দোলবাড়ী, সৈয়দপুর, নাটাপাড়া, চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের সামনে, বাতিসা বাজার, বাতিসা নতুন সড়ক, চিওড়া, ফকির বাজার ও জগন্নাথদিঘী এলাকায়।
বর্তমানে ছাউনিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একশ্রেণির অসাধু ব্যক্তি এগুলো দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। কোথাও আবার দেয়াল এবং ওপরের ছাদ খুলে নিয়ে গেছে। এ ছাড়া ছাউনিগুলো স্থানীয় বাজার থেকে কিছুটা দূরে হওয়ায় যাত্রীরা এগুলো ব্যবহার করতে অনেকটা অনীহা প্রকাশ করেন।
সরেজমিনে মিয়া বাজার ছাউনিতে দেখা যায়, মাইক্রোবাসের স্থানীয় চালকেরা সেখানে অবৈধ স্ট্যান্ড গড়ে তুলেছেন; যার কারণে ছাউনিটি যাত্রীরা ইচ্ছা করলেও ব্যবহার করতে পারছেন না। চৌদ্দগ্রাম হাসপাতালের সামনের ছাউনিটি ইট-বালু ব্যবসায়ীদের দখলে। এর পেছনের অংশ খুলে নেওয়া হয়েছে। বাতিসা নতুন সড়কের ছাউনি দখল করে রেখেছেন এক মুদিদোকানি আর বাজারের ছাউনিটি হোটেল ব্যবসায়ীদের দখলে। চিওড়া ছাউনিটি অসাধু ব্যবসায়ীরা দখল করে পান-সিগারেটের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এভাবে প্রতিটি ছাউনি বেদখল হয়ে আছে।
মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রীছাউনিগুলো কর্তৃপক্ষ বাসস্ট্যান্ড থেকে আলাদা করে অনেকটা দূরে তৈরি করেছে। তাই যাত্রীরা এগুলো ব্যবহার না করার কারণে অসাধু ব্যক্তিরা তা দখল করে নিয়েছে। আবার অনেকে ছাউনির কাঠামো খুলে নিয়ে গেছে।
ফেনী-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাসচালক খোকন মিয়া বলেন, ‘আমরা ইচ্ছা করলেই যাত্রীছাউনির সামনে গাড়ি দাঁড় করাতে পারি না। কারণ, এগুলো লোকাল বাস। যাত্রীদের পছন্দের জায়গায় নামিয়ে দিতে হয়। অন্যথায় তাঁরা আমাদের সঙ্গে ঝামেলা করে। সে জন্য ইচ্ছা থাকলেও ছাউনি ব্যবহার করতে পারছি না।’
ছাউনি দখলের বিষয়ে যোগাযোগ করা হলে সওজের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘যাত্রীছাউনিগুলো সম্পর্কে আপনাদের মাধ্যমে জেনেছি। খোঁজ নিয়ে এগুলো পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘বেহাল যাত্রীছাউনিগুলো আমার নজরে এসেছে। সওজের সঙ্গে কথা বলে ছাউনিগুলো ব্যবহারের উপযোগী করে তোলার পদক্ষেপ নেওয়া হবে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৩১ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
৩৪ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে