কুমিল্লা প্রতিনিধি

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমির চর ডুবে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে গোমতীর পানি বিপৎসীমার মাত্র ১ দশমিক ৬৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ভারতের ত্রিপুরা রাজ্যে লাগাতার বৃষ্টির কারণে উজান থেকে পানি আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতে বৃষ্টি কমে যাওয়ায় স্রোতের তীব্রতা কিছুটা কমছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, ‘গোমতী নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩০ মিটার। বর্তমানে তা ৯ দশমিক ৬৮ মিটারে রয়েছে। অর্থাৎ, এখনো প্রায় দেড় মিটার নিচে। বৃষ্টি কমলে এবং উজানের ঢল বন্ধ হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।’
কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-এক দিন একই ধরনের আবহাওয়া থাকতে পারে।’
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, আগাম সতর্কতা হিসেবে ৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, জিআর চাল ও নগদ অর্থ মজুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গোমতীর পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমির চর ডুবে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে গোমতীর পানি বিপৎসীমার মাত্র ১ দশমিক ৬৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ভারতের ত্রিপুরা রাজ্যে লাগাতার বৃষ্টির কারণে উজান থেকে পানি আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতে বৃষ্টি কমে যাওয়ায় স্রোতের তীব্রতা কিছুটা কমছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, ‘গোমতী নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩০ মিটার। বর্তমানে তা ৯ দশমিক ৬৮ মিটারে রয়েছে। অর্থাৎ, এখনো প্রায় দেড় মিটার নিচে। বৃষ্টি কমলে এবং উজানের ঢল বন্ধ হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।’
কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-এক দিন একই ধরনের আবহাওয়া থাকতে পারে।’
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, আগাম সতর্কতা হিসেবে ৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, জিআর চাল ও নগদ অর্থ মজুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গোমতীর পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩৬ মিনিট আগে