Ajker Patrika

কুবির চলমান ফুটবল টুর্নামেন্ট অনিবার্য কারণে স্থগিত

কুবি প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৫: ১৭
কুবির চলমান ফুটবল টুর্নামেন্ট অনিবার্য কারণে স্থগিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সময়ের জন্য স্থগিত করা হলো ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’।

এ বিষয়ে ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম বলেন, ‘অনিবার্য কিছু কারণেই আমাদের খেলাটি স্থগিত করতে হয়েছে। এটা আসলে দুঃখজনক যে একটা চলমান খেলা অনাকাঙ্ক্ষিত কিছু কারণে স্থগিত করতে হচ্ছে। তবে আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব খেলা শুরু করার।’

এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চলমান অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা কত দিন স্থগিত থাকবে, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। প্রক্টরিয়াল বডি ও প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখবে। তারা জানালে আমরা খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে চেষ্টা থাকবে এটা যেন দীর্ঘ না হয়।’

গত (১৪ নভেম্বর) শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৪–এ লোকপ্রশাসন বিভাগ এবং এআইএস বিভাগের মধ্যকার খেলায় ফার্মেসি বিভাগের এক খেলোয়াড় বাইরে যাওয়া বল শট দিয়ে মাঠে দেন। সেটিকে কেন্দ্র করে লোকপ্রশাসন এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে দুই বিভাগ থেকেই দুটি লিখিত অভিযোগ প্রক্টর বরাবর দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত