প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে কক্সবাজারের উখিয়ার অবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।
আজ শনিবার দুপুরে কক্সবাজার শহর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে উচ্চ পদস্থ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িবহর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন উখিয়ার কুতুপালং বাজারে পৌঁছায়। সেখানে পৌঁছে উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে চলমান লকডাউনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা ব্যাপী লকডাউন বাস্তবায়নে সবার সমন্বিত উদ্যোগে কঠোর কর্ম তৎপরতা অব্যাহত আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তা চলমান থাকবে।
৩২টি ভ্রাম্যমাণ আদালত জেলাজুড়ে কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, বিধিনিষেধ অমান্য করায় গতকাল দ্বিতীয় দিনে জেলাজুড়ে ২১৪ মামলায় ২১৮ জন ও প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে প্রথম দিন বৃহস্পতিবার ১৬১ মামলায় ১৭২ জনের কাছ থেকে ৯১,৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ আরিফ আহমেদ ও কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।
মেজর আরিফ বলেন, সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশন সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণের মাঝে সচেতনতা তৈরি করে লকডাউন সার্থক করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, করোনা সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
রোহিঙ্গা ক্যাম্পের লকডাউন পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার বলেন, ক্যাম্পের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এপিবিএন এর তিনটি ইউনিট কাজ করছে। ক্যাম্পে থেকে বাইরে আসা রোহিঙ্গাদের অনেক ক্ষেত্রে আটক করা হচ্ছে, পাশাপাশি সতর্ক করে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে সকাল থেকেই উপজেলার প্রধান সড়কগুলোতে ছিল সীমিত সংখ্যক যান চলাচল, জনসাধারণের উপস্থিতি ছিল কম। কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান খোলা থাকলেও খোলেনি অন্য দোকান পাট, বিপণিবিতান।

সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে কক্সবাজারের উখিয়ার অবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।
আজ শনিবার দুপুরে কক্সবাজার শহর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে উচ্চ পদস্থ কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িবহর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন উখিয়ার কুতুপালং বাজারে পৌঁছায়। সেখানে পৌঁছে উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে চলমান লকডাউনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা ব্যাপী লকডাউন বাস্তবায়নে সবার সমন্বিত উদ্যোগে কঠোর কর্ম তৎপরতা অব্যাহত আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তা চলমান থাকবে।
৩২টি ভ্রাম্যমাণ আদালত জেলাজুড়ে কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, বিধিনিষেধ অমান্য করায় গতকাল দ্বিতীয় দিনে জেলাজুড়ে ২১৪ মামলায় ২১৮ জন ও প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে প্রথম দিন বৃহস্পতিবার ১৬১ মামলায় ১৭২ জনের কাছ থেকে ৯১,৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ আরিফ আহমেদ ও কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।
মেজর আরিফ বলেন, সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশন সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণের মাঝে সচেতনতা তৈরি করে লকডাউন সার্থক করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, করোনা সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
রোহিঙ্গা ক্যাম্পের লকডাউন পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার বলেন, ক্যাম্পের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এপিবিএন এর তিনটি ইউনিট কাজ করছে। ক্যাম্পে থেকে বাইরে আসা রোহিঙ্গাদের অনেক ক্ষেত্রে আটক করা হচ্ছে, পাশাপাশি সতর্ক করে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে সকাল থেকেই উপজেলার প্রধান সড়কগুলোতে ছিল সীমিত সংখ্যক যান চলাচল, জনসাধারণের উপস্থিতি ছিল কম। কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান খোলা থাকলেও খোলেনি অন্য দোকান পাট, বিপণিবিতান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে