উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে ইমান হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকালে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত ইমান বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক-এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে। আহত ব্যক্তি একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুর (৪৭)।
গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘আজ সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন মারা গেছেন। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।’
এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসওর লোকজন গোলাগুলির ঘটনা ঘটিয়েছে বলে দাবি ক্যাম্পের লোকজনের।
ক্যাম্পের বাসিন্দাদের থেকে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ওয়েস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয় গ্রুপ আনুমানিক ২০-২৫টি গুলি ছোড়ে। এ সময় ইমান ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে ক্যাম্প-৯-এর আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমানের মৃত্যু হয়। মোহাম্মদ নুর ওই হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে ইমান হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকালে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত ইমান বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক-এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে। আহত ব্যক্তি একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুর (৪৭)।
গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘আজ সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন মারা গেছেন। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।’
এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসওর লোকজন গোলাগুলির ঘটনা ঘটিয়েছে বলে দাবি ক্যাম্পের লোকজনের।
ক্যাম্পের বাসিন্দাদের থেকে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ওয়েস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয় গ্রুপ আনুমানিক ২০-২৫টি গুলি ছোড়ে। এ সময় ইমান ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে ক্যাম্প-৯-এর আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমানের মৃত্যু হয়। মোহাম্মদ নুর ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ধুনটে চেকপোস্টে তিন পুলিশ সদস্যকে মব সৃষ্টি করে হেনস্তার অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। আজ সোমবার উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আজ সোমবার তিনি দলের প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়েছেন।
১০ মিনিট আগে
এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করা এবং নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শাবি শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
২৬ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে