চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এক নারী। নিহত নারীর নাম আনোয়ারা বেগম (২৮)। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের নতুন পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।
নিহতের স্বামী মোহাম্মদ আবদুল্লাহ জানান, তাঁর স্ত্রী ৫-৬ দিন আগে চার সন্তানসহ তাঁর শ্যালিকার বাড়ি মানিকপুরে বেড়াতে যান। আনোয়ারার ভাই মো. আরিফ তাঁর ভগ্নিপতি মনির আহমদের বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা পান। পাওনা টাকা চাইতে গেলে মনিরের স্ত্রীর সঙ্গে আনোয়ারার কথা-কাটাকাটি হয়। আনোয়ারা মনির আহমদের বাবার কাছে তাঁর ভাই আরিফের পাওনা টাকা কখন দিবে জানতে চান। এ সময় মনিরের দুই ভাই জমির ও মিজানুর রহমান তেড়ে আসেন।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘একপর্যায়ে দুজন মিলে দা দিয়ে অতর্কিতভাবে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা আনোয়ারাকে দা দিয়ে কোপ দেন। এ সময় আনোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
খবর পেয়ে বেলা তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার এসআই গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘নিহত আনোয়ারার ঘাড়ে ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে।’
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে। নিহতের পরিবার এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এক নারী। নিহত নারীর নাম আনোয়ারা বেগম (২৮)। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের নতুন পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।
নিহতের স্বামী মোহাম্মদ আবদুল্লাহ জানান, তাঁর স্ত্রী ৫-৬ দিন আগে চার সন্তানসহ তাঁর শ্যালিকার বাড়ি মানিকপুরে বেড়াতে যান। আনোয়ারার ভাই মো. আরিফ তাঁর ভগ্নিপতি মনির আহমদের বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা পান। পাওনা টাকা চাইতে গেলে মনিরের স্ত্রীর সঙ্গে আনোয়ারার কথা-কাটাকাটি হয়। আনোয়ারা মনির আহমদের বাবার কাছে তাঁর ভাই আরিফের পাওনা টাকা কখন দিবে জানতে চান। এ সময় মনিরের দুই ভাই জমির ও মিজানুর রহমান তেড়ে আসেন।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘একপর্যায়ে দুজন মিলে দা দিয়ে অতর্কিতভাবে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা আনোয়ারাকে দা দিয়ে কোপ দেন। এ সময় আনোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
খবর পেয়ে বেলা তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার এসআই গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘নিহত আনোয়ারার ঘাড়ে ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে।’
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে। নিহতের পরিবার এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে