কক্সবাজার, প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মকছুদ মিয়ার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে। পরিবারটিকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা।
অভিযোগে জানানো হয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় ৬৭ দশমিক ৪০ একর চিংড়ি ঘের রয়েছে। গত ১৯ অক্টোবর রাতে মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়ার নির্দেশে ৩০-৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ঘেরটি দখল করে এবং লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা চিংড়ি ঘেরের পরিচালক এবং কর্মচারীদের মারধর করে তাড়িয়ে দেন। তারা চিংড়ি ঘেরের কয়েক লাখ টাকার মাছ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন থানায় অভিযোগ করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
পরে গত ২৪ অক্টোবর মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন আমজাদ হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে মহেশখালী থানার পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
আমজাদ হোসেন অভিযোগ করেন, থানায় ২৫ অক্টোবর মামলা নথিভুক্ত হওয়ার পর মকছুদ মিয়া ও তাঁর লোকজনের হুমকিতে তিনি পরিবার নিয়ে কক্সবাজার শহরে আশ্রয় নিয়েছেন।
তিনি দাবি করেন, মহেশখালীতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে করা একমাত্র মামলার এক নম্বর আসামি মাওলানা জাকারিয়া পরিবারের সন্তান মেয়র মকছুদ মিয়া এখন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি এ মামলার অন্যতম সাক্ষী। এ জন্য তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে মকছুদ মিয়া তাঁর নানাভাবে ক্ষতি করে আসছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোহাম্মদ মাসুদ কুতুবী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি বশিরুল আলম মুক্তিযোদ্ধা নুরুল হক ও আবুল কাশেম প্রমুখ।
মেয়র মকছুদ মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (আমজাদ হোসেন) সব সময় আমার বিরুদ্ধে লেগে আছেন। এবারের নির্বাচনেও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মাত্র শ দেড়েক ভোট পেয়েছেন।
ঘের দখলের অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, ঘেরের জায়গা আমাদের পরিবারের। মুক্তিযোদ্ধা পরিবারকে এলাকা ছাড়ার ব্যাপারে মেয়র বলেন, তিনি তো এলাকায়ই থাকেন না!

কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মকছুদ মিয়ার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে। পরিবারটিকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা।
অভিযোগে জানানো হয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় ৬৭ দশমিক ৪০ একর চিংড়ি ঘের রয়েছে। গত ১৯ অক্টোবর রাতে মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়ার নির্দেশে ৩০-৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ঘেরটি দখল করে এবং লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা চিংড়ি ঘেরের পরিচালক এবং কর্মচারীদের মারধর করে তাড়িয়ে দেন। তারা চিংড়ি ঘেরের কয়েক লাখ টাকার মাছ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন থানায় অভিযোগ করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
পরে গত ২৪ অক্টোবর মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন আমজাদ হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে মহেশখালী থানার পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
আমজাদ হোসেন অভিযোগ করেন, থানায় ২৫ অক্টোবর মামলা নথিভুক্ত হওয়ার পর মকছুদ মিয়া ও তাঁর লোকজনের হুমকিতে তিনি পরিবার নিয়ে কক্সবাজার শহরে আশ্রয় নিয়েছেন।
তিনি দাবি করেন, মহেশখালীতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে করা একমাত্র মামলার এক নম্বর আসামি মাওলানা জাকারিয়া পরিবারের সন্তান মেয়র মকছুদ মিয়া এখন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি এ মামলার অন্যতম সাক্ষী। এ জন্য তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে মকছুদ মিয়া তাঁর নানাভাবে ক্ষতি করে আসছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোহাম্মদ মাসুদ কুতুবী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি বশিরুল আলম মুক্তিযোদ্ধা নুরুল হক ও আবুল কাশেম প্রমুখ।
মেয়র মকছুদ মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (আমজাদ হোসেন) সব সময় আমার বিরুদ্ধে লেগে আছেন। এবারের নির্বাচনেও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মাত্র শ দেড়েক ভোট পেয়েছেন।
ঘের দখলের অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, ঘেরের জায়গা আমাদের পরিবারের। মুক্তিযোদ্ধা পরিবারকে এলাকা ছাড়ার ব্যাপারে মেয়র বলেন, তিনি তো এলাকায়ই থাকেন না!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৭ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে