Ajker Patrika

নাফ নদীতে জেলেদের ওপর আরাকান আর্মির গুলি, আহত ২

কক্সবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সাবরাং-সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

আহত জেলেরা হলো টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দুই জেলের শরীরে গুলি লাগে। একজনের ডান হাঁটু ও অন্যজনের বাঁ পায়ে গুলি লেগেছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে আজ একই সময়ে উপজেলার লেদা-সংলগ্ন নাফ নদী থেকে তিনজনকে ধরে নিয়ে যায় আরকান আর্মির সদস্যরা। তবে তাঁরা জেলে নাকি মাদক আনতে গেছেন, এখনো কেউ নিশ্চিত করতে পারেননি। বিজিবি, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁদের খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত