মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে প্রেমিকাকে মোবাইল উপহার দেওয়ার জেরে প্রেমিক-প্রেমিকার দুই পরিবারের সংঘর্ষে আক্তার আহমদ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আক্তার আহমদ মারা যান। আক্তার আহমদ প্রেমিক জিসানের বাবা।
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান আবু হায়দার জানান, দক্ষিণ সাইরার ডেইল গ্রামের আক্তার আহমদের ছেলে জিসান আহমদের (১৮) সঙ্গে একই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ফাতেমা বেগমের (১৬) প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে ফাতেমাকে মোবাইল উপহার দেয় জিসান। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রেমিকের পরিবার। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। এতে মেয়ের ভাই জামালসহ সহযোগীরা মিলে প্রথমে আক্তার আহমদের স্ত্রীর ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে গেলে রডের আঘাতে গুরুতর আহত হন আক্তার আহমদ।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠান। সেখানে মধ্যরাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনায় জড়িত থাকার অভিযোগে খতিজা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত নাসির উদ্দিন ও তাঁর ছেলে জামাল পলাতক রয়েছেন। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
আবদুল হাই বলেন, ‘প্রেমের সম্পর্কের জেরে ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। জড়িত অন্য ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

কক্সবাজারের মহেশখালীতে প্রেমিকাকে মোবাইল উপহার দেওয়ার জেরে প্রেমিক-প্রেমিকার দুই পরিবারের সংঘর্ষে আক্তার আহমদ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আক্তার আহমদ মারা যান। আক্তার আহমদ প্রেমিক জিসানের বাবা।
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান আবু হায়দার জানান, দক্ষিণ সাইরার ডেইল গ্রামের আক্তার আহমদের ছেলে জিসান আহমদের (১৮) সঙ্গে একই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ফাতেমা বেগমের (১৬) প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে ফাতেমাকে মোবাইল উপহার দেয় জিসান। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রেমিকের পরিবার। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। এতে মেয়ের ভাই জামালসহ সহযোগীরা মিলে প্রথমে আক্তার আহমদের স্ত্রীর ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে গেলে রডের আঘাতে গুরুতর আহত হন আক্তার আহমদ।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠান। সেখানে মধ্যরাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনায় জড়িত থাকার অভিযোগে খতিজা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত নাসির উদ্দিন ও তাঁর ছেলে জামাল পলাতক রয়েছেন। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
আবদুল হাই বলেন, ‘প্রেমের সম্পর্কের জেরে ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। জড়িত অন্য ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
২১ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৩৯ মিনিট আগে