তাসনিম হাসান, কক্সবাজার থেকে

সমালোচনার পর কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী পর্যটক ও তাঁর স্বামী-সন্তানকে নিজেদের হেফাজত থেকে ছেড়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে পুলিশ তাঁদের বাসে তুলে দেয়। আজ সোমবার সকালে ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী-সন্তান ঢাকার যাত্রাবাড়ীর জুরাইনের বাসায় পৌঁছান।
তবে পুলিশের দাবি, তাঁরা নিজেদের মতো করে ঢাকায় চলে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁদের আটকে রাখিনি। তাঁরা নিজেদের মতো চলে গেছেন। আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।’
পুলিশের হেফাজতে থাকার সময়ই নানা চাপের কথা জানিয়েছিলেন ভুক্তভোগী নারীর স্বামী ও মামলার বাদী। ঢাকায় পৌঁছার পর আরও অনেক কথা বলবেন বলে জানিয়েছিলেন তিনি।
সোমবার বিকেলে যোগাযোগ করা হলে ভুক্তভোগী নারীর স্বামী জানান, চার দিন হেফাজতে রাখার পর গতকাল রাতেই পুলিশ তাদের গ্রিন লাইন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসে তুলে দেয়।
ভুক্তভোগী নারীর স্বামীর দাবি করে বলেন, ‘একবার নয়, তিনবার ৯৯৯–এ ফোন করে আমরা সহযোগিতা চেয়েছিলাম। পুলিশের সহযোগিতা না পেয়েই র্যাবকে ফোন দিই। এখন আমরা পুলিশ নয় বিচার বিভাগীয় তদন্ত চাই।’
মামলার বাদীর বক্তব্যের বিষয়ে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘তাদের যদি বক্তব্য থাকে, তাহলে আদালতে পাঠাতে পারে। তারপর সেটি যদি আমাদের হাতে আসে তখন বিষয়টি আমরা দেখব।’
গত বুধবার রাতে কক্সবাজারে বেড়াতে এসে দুই দফায় ধর্ষণের শিকার হন ওই নারী। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ ও তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন ওই নারীর স্বামী। এর পর দিন থেকে ভুক্তভোগী নারী, তাঁর স্বামী ও আট মাসের সন্তানকে নিজেদের রেস্ট হাউসের একটি কক্ষে আটকে রাখে পুলিশ। তাঁরা বারবার সেখান থেকে চলে যেতে চাইলেও পুলিশ যেতে দেয়নি। এ নিয়ে সমালোচনা শুরু হলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে পুলিশ।

সমালোচনার পর কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী পর্যটক ও তাঁর স্বামী-সন্তানকে নিজেদের হেফাজত থেকে ছেড়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে পুলিশ তাঁদের বাসে তুলে দেয়। আজ সোমবার সকালে ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী-সন্তান ঢাকার যাত্রাবাড়ীর জুরাইনের বাসায় পৌঁছান।
তবে পুলিশের দাবি, তাঁরা নিজেদের মতো করে ঢাকায় চলে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁদের আটকে রাখিনি। তাঁরা নিজেদের মতো চলে গেছেন। আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।’
পুলিশের হেফাজতে থাকার সময়ই নানা চাপের কথা জানিয়েছিলেন ভুক্তভোগী নারীর স্বামী ও মামলার বাদী। ঢাকায় পৌঁছার পর আরও অনেক কথা বলবেন বলে জানিয়েছিলেন তিনি।
সোমবার বিকেলে যোগাযোগ করা হলে ভুক্তভোগী নারীর স্বামী জানান, চার দিন হেফাজতে রাখার পর গতকাল রাতেই পুলিশ তাদের গ্রিন লাইন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসে তুলে দেয়।
ভুক্তভোগী নারীর স্বামীর দাবি করে বলেন, ‘একবার নয়, তিনবার ৯৯৯–এ ফোন করে আমরা সহযোগিতা চেয়েছিলাম। পুলিশের সহযোগিতা না পেয়েই র্যাবকে ফোন দিই। এখন আমরা পুলিশ নয় বিচার বিভাগীয় তদন্ত চাই।’
মামলার বাদীর বক্তব্যের বিষয়ে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘তাদের যদি বক্তব্য থাকে, তাহলে আদালতে পাঠাতে পারে। তারপর সেটি যদি আমাদের হাতে আসে তখন বিষয়টি আমরা দেখব।’
গত বুধবার রাতে কক্সবাজারে বেড়াতে এসে দুই দফায় ধর্ষণের শিকার হন ওই নারী। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ ও তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন ওই নারীর স্বামী। এর পর দিন থেকে ভুক্তভোগী নারী, তাঁর স্বামী ও আট মাসের সন্তানকে নিজেদের রেস্ট হাউসের একটি কক্ষে আটকে রাখে পুলিশ। তাঁরা বারবার সেখান থেকে চলে যেতে চাইলেও পুলিশ যেতে দেয়নি। এ নিয়ে সমালোচনা শুরু হলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে পুলিশ।

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আরিফ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ফতেয়াবাদ সিটি করপোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
১৪ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৪৪ মিনিট আগে