চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
এর আগে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ওসি মনঞ্জুরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম। তিনি জানান, ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আছে। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তবে ওই দিন রাতে এক আদেশে চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার মৌখিক নির্দেশ অনুযায়ী ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে উখিয়ায় বদলি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া দুই ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে থানার ভেতর ওসির নিজ হাতে খাবার পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান বলেন, ‘ওসি মনঞ্জুর কাদেরকে প্রথম কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। আগের আদেশটি বাতিল করে আবার তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।’

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
এর আগে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ওসি মনঞ্জুরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম। তিনি জানান, ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আছে। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তবে ওই দিন রাতে এক আদেশে চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার মৌখিক নির্দেশ অনুযায়ী ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে উখিয়ায় বদলি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া দুই ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে থানার ভেতর ওসির নিজ হাতে খাবার পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান বলেন, ‘ওসি মনঞ্জুর কাদেরকে প্রথম কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। আগের আদেশটি বাতিল করে আবার তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।’

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
৯ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১২ মিনিট আগে
কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
৩ ঘণ্টা আগে