কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপির নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানকে এলাকাবাসী ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, সংঘবদ্ধ এলাকাবাসীর বাধার কারণে পুলিশ আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে।
আজ রোববার বিকেলে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে এ ঘটনা ঘটেছে।
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল মান্নান জেলা বিএনপির সদস্য (বহিষ্কৃত) আক্তার কামালের ছোট ভাই। আব্দুল মান্নান কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
সন্ধ্যায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত এবং প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের একটি দল স্বেচ্ছাসেববক লীগ নেতা আব্দুল মান্নানকে সমুদ্রসৈকতের কবিতা চত্বর থেকে গ্রেপ্তার করে। পরে তাকে কবিতা চত্বর সড়কে নিয়ে এলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (পূর্ব শাখা) নূর উদ্দিন, মোহাম্মদ গুরা মিয়া ও কামাল বহাদ্দারসহ ২০-৩০ জন পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে আব্দুল মান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়।
পরে সেখানে পৌঁছান আকতার কামাল। তখন পুলিশকে ধাক্কা দিয়ে তিনি ছোট ভাই আব্দুল মান্নানকে ছিনিয়ে নেন।
আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে আকতার কামাল বলেন, ‘আমার ভাই কোনো মামলার আসামি নন। পুলিশ সন্দেহের বশে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এর বাইরে আর কিছু ঘটেনি।’
এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর উদ্দিন বলেন, ‘আমি অসুস্থ। এসবের কিছুই জানি না।’
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, অভিযানে পুলিশের সদস্যসংখ্যা কম ছিল। এ কারণে ব্যারিকেড না দিয়ে পুলিশ ফিরে আসে।

কক্সবাজার শহরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপির নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানকে এলাকাবাসী ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, সংঘবদ্ধ এলাকাবাসীর বাধার কারণে পুলিশ আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে।
আজ রোববার বিকেলে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে এ ঘটনা ঘটেছে।
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল মান্নান জেলা বিএনপির সদস্য (বহিষ্কৃত) আক্তার কামালের ছোট ভাই। আব্দুল মান্নান কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
সন্ধ্যায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত এবং প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের একটি দল স্বেচ্ছাসেববক লীগ নেতা আব্দুল মান্নানকে সমুদ্রসৈকতের কবিতা চত্বর থেকে গ্রেপ্তার করে। পরে তাকে কবিতা চত্বর সড়কে নিয়ে এলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (পূর্ব শাখা) নূর উদ্দিন, মোহাম্মদ গুরা মিয়া ও কামাল বহাদ্দারসহ ২০-৩০ জন পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে আব্দুল মান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়।
পরে সেখানে পৌঁছান আকতার কামাল। তখন পুলিশকে ধাক্কা দিয়ে তিনি ছোট ভাই আব্দুল মান্নানকে ছিনিয়ে নেন।
আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে আকতার কামাল বলেন, ‘আমার ভাই কোনো মামলার আসামি নন। পুলিশ সন্দেহের বশে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এর বাইরে আর কিছু ঘটেনি।’
এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর উদ্দিন বলেন, ‘আমি অসুস্থ। এসবের কিছুই জানি না।’
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, অভিযানে পুলিশের সদস্যসংখ্যা কম ছিল। এ কারণে ব্যারিকেড না দিয়ে পুলিশ ফিরে আসে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৭ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৫ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৪১ মিনিট আগে