পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম একাই ৩০টি নির্বাচন অফিস করেছেন। পাশাপাশি বানিয়েছেন ৩৫টি তোরণ।
অবশেষে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ এবং নির্বাচনী আচরণবিধি মানতে সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল রোববার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ওই প্রার্থীকে সতর্ক করে লিখিতভাবে এ নির্দেশ দেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী লিখিত অভিযোগে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের ৩০টি নির্বাচনী অফিস ও ৩৫টি তোরণ নির্মাণের বিষয়ে জানান। বিষয়টি আমরা সরেজমিনে সত্যতা পাই, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাই অভিযুক্ত প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী বলেন, চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম নির্বাচনের আচরণবিধির তোয়াক্কা করছেন না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ সরিয়ে নেননি। তা ছাড়া তফসিল ঘোষণার পর থেকেই তিনি ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ করে আসছেন।
তবে স্বতন্ত্র প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম দাবি করছেন, তাঁর কর্মী-সমর্থকেরা এসব অফিস স্থাপন করেছেন। এরপরও রিটার্নিং কর্মকর্তার চিঠি পেয়ে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের উদ্যোগ নিয়েছেন। আর ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণের অভিযোগ তিনি অস্বীকার করেন।

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম একাই ৩০টি নির্বাচন অফিস করেছেন। পাশাপাশি বানিয়েছেন ৩৫টি তোরণ।
অবশেষে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ এবং নির্বাচনী আচরণবিধি মানতে সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল রোববার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ওই প্রার্থীকে সতর্ক করে লিখিতভাবে এ নির্দেশ দেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী লিখিত অভিযোগে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের ৩০টি নির্বাচনী অফিস ও ৩৫টি তোরণ নির্মাণের বিষয়ে জানান। বিষয়টি আমরা সরেজমিনে সত্যতা পাই, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাই অভিযুক্ত প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী বলেন, চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম নির্বাচনের আচরণবিধির তোয়াক্কা করছেন না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ সরিয়ে নেননি। তা ছাড়া তফসিল ঘোষণার পর থেকেই তিনি ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ করে আসছেন।
তবে স্বতন্ত্র প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম দাবি করছেন, তাঁর কর্মী-সমর্থকেরা এসব অফিস স্থাপন করেছেন। এরপরও রিটার্নিং কর্মকর্তার চিঠি পেয়ে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের উদ্যোগ নিয়েছেন। আর ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণের অভিযোগ তিনি অস্বীকার করেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে