কক্সবাজার প্রতিনিধি

বাড়ি থেকে ১০ মিনিটের জন্য বের হয়ে চার দিনেও ফেরেনি জয় হোড় (২৫) নামের এক যুবক। নিখোঁজ যুবকের সন্ধানে তাঁর পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তর, আদালতসহ সম্ভাব্য সবখানে খোঁজ নিয়েও ব্যর্থ হয়েছে। এর মধ্যে কেউ মুক্তিপণও দাবি করেনি। নিখোঁজ জয় কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল গ্রামের অজিত হোড়ের ছেলে।
এ ঘটনায় ৩০ জুলাই জয়ের পিতা অজিত হোড় রামু থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জয় পেশায় জয় হোড় ইলেকট্রিশিয়ান। বাড়ির পাশের একটি দোকানে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
বৃদ্ধ অজিত হোড় (৬৪) বলেন, গত ২৯ জুলাই রাত ১০টার দিকে দশ মিনিটের জন্য জয় ঘর থেকে বের হয়। ঘণ্টা পার হলেও ঘরে না ফেরায় তাঁর মোবাইলে কয়েক বার ফোন করি। রাত পৌনে ১১টার দিকে একবার ফোন ধরে একটা অনুষ্ঠানে আছি বলে ফোন কেটে দেয়। এতে আরও সন্দেহ বাড়ে।
অজিত বলেন, ‘ফোন ধরলেও ওই কণ্ঠ আমার ছেলের বলে মনে হয়নি। তাই এর পরে ছেলের নম্বরে আরও কয়েকবার ফোন করি, ফোন ধরে না। রাত পৌনে দুইটা থেকে ফোন বন্ধ পাওয়া যায়।’
এরই মধ্যে থানা-পুলিশ, র্যাব কার্যালয়, গোয়েন্দা পুলিশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়া হয়েছে। কেউ মুক্তিপণও দাবি করেনি বলে জানান অজিত হোড়।
জয় নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়লে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনসহ অনেকেই তাঁর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। উপার্জনক্ষম একমাত্র ছেলের সন্ধান না পেয়ে অজিত হোড়ের পরিবারে চলছে আহাজারি ও দুশ্চিন্তা। ছেলের খোঁজ নিতেই কান্নায় ভেঙে পড়ছেন জয়ের মা শৈল বালা হোড় (৫৩)।
পরিবারের সদস্যরা বলছেন, জয় পরিবারের একমাত্র ছেলে। তিন দিন ধরে শৈল বালা মুখে দানাপানি নেননি। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। এখন সে কী বেঁচে আছে, না মারা গেছে কেউ নিশ্চিত হতে পারছে না।
জয়ের সঙ্গে কারও কোনো বিরোধ নেই বলে জানান বোন কলি হোড় (১৯)। তিনি বলেন, তাঁর কোনো বদ অভ্যাসও নেই। ভাইকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা চান তিনি।
প্রতিবেশী জিয়াউর রহমান সেলিম বলেন, জয় খুব শান্তশিষ্ট ছেলে। কোনো দিন তার সম্পর্কে খারাপ কিছু শোনা যায়নি। আর পরিবারটিও এমন সচ্ছল নয় যে, মুক্তিপণের আশায় কেউ তাকে অপহরণ করবে। কী কারণে সে নিখোঁজ বুঝে উঠতে পারছি না।
জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অবগত হওয়ার পর নিখোঁজ যুবকের সন্ধানে আন্তরিকভাবে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে সব থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। নিখোঁজ যুবকের মোবাইলের শেষ লোকেশন উত্তর ফতেখাঁরকুল দেখিয়েছে। সেখানে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে।’

বাড়ি থেকে ১০ মিনিটের জন্য বের হয়ে চার দিনেও ফেরেনি জয় হোড় (২৫) নামের এক যুবক। নিখোঁজ যুবকের সন্ধানে তাঁর পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তর, আদালতসহ সম্ভাব্য সবখানে খোঁজ নিয়েও ব্যর্থ হয়েছে। এর মধ্যে কেউ মুক্তিপণও দাবি করেনি। নিখোঁজ জয় কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল গ্রামের অজিত হোড়ের ছেলে।
এ ঘটনায় ৩০ জুলাই জয়ের পিতা অজিত হোড় রামু থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জয় পেশায় জয় হোড় ইলেকট্রিশিয়ান। বাড়ির পাশের একটি দোকানে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
বৃদ্ধ অজিত হোড় (৬৪) বলেন, গত ২৯ জুলাই রাত ১০টার দিকে দশ মিনিটের জন্য জয় ঘর থেকে বের হয়। ঘণ্টা পার হলেও ঘরে না ফেরায় তাঁর মোবাইলে কয়েক বার ফোন করি। রাত পৌনে ১১টার দিকে একবার ফোন ধরে একটা অনুষ্ঠানে আছি বলে ফোন কেটে দেয়। এতে আরও সন্দেহ বাড়ে।
অজিত বলেন, ‘ফোন ধরলেও ওই কণ্ঠ আমার ছেলের বলে মনে হয়নি। তাই এর পরে ছেলের নম্বরে আরও কয়েকবার ফোন করি, ফোন ধরে না। রাত পৌনে দুইটা থেকে ফোন বন্ধ পাওয়া যায়।’
এরই মধ্যে থানা-পুলিশ, র্যাব কার্যালয়, গোয়েন্দা পুলিশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়া হয়েছে। কেউ মুক্তিপণও দাবি করেনি বলে জানান অজিত হোড়।
জয় নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়লে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনসহ অনেকেই তাঁর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। উপার্জনক্ষম একমাত্র ছেলের সন্ধান না পেয়ে অজিত হোড়ের পরিবারে চলছে আহাজারি ও দুশ্চিন্তা। ছেলের খোঁজ নিতেই কান্নায় ভেঙে পড়ছেন জয়ের মা শৈল বালা হোড় (৫৩)।
পরিবারের সদস্যরা বলছেন, জয় পরিবারের একমাত্র ছেলে। তিন দিন ধরে শৈল বালা মুখে দানাপানি নেননি। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। এখন সে কী বেঁচে আছে, না মারা গেছে কেউ নিশ্চিত হতে পারছে না।
জয়ের সঙ্গে কারও কোনো বিরোধ নেই বলে জানান বোন কলি হোড় (১৯)। তিনি বলেন, তাঁর কোনো বদ অভ্যাসও নেই। ভাইকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা চান তিনি।
প্রতিবেশী জিয়াউর রহমান সেলিম বলেন, জয় খুব শান্তশিষ্ট ছেলে। কোনো দিন তার সম্পর্কে খারাপ কিছু শোনা যায়নি। আর পরিবারটিও এমন সচ্ছল নয় যে, মুক্তিপণের আশায় কেউ তাকে অপহরণ করবে। কী কারণে সে নিখোঁজ বুঝে উঠতে পারছি না।
জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অবগত হওয়ার পর নিখোঁজ যুবকের সন্ধানে আন্তরিকভাবে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে সব থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। নিখোঁজ যুবকের মোবাইলের শেষ লোকেশন উত্তর ফতেখাঁরকুল দেখিয়েছে। সেখানে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে।’

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৬ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৯ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে