টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে অপহরণ ও ডাকাতির ‘ছালেহ বাহিনী’র মূল হোতা হাফিজুর রহমান প্রকাশ ছলেউদ্দিন ও তাঁর প্রধান সহযোগী সোহেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান প্রকাশ ছালেহ উদ্দিন প্রকাশ ছলে ডাকাত (৩০) ও তাঁর সহযোগী নুরুল আলম প্রকাশ নূরু (৪০), আক্তার কামাল প্রকাশ সোহেল (৩৭), নুরুল আলম প্রকাশ লালু (২৪), হারুনুর রশিদ (২৩), রিয়াজ উদ্দিন ও এক কিশোর। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, তিনটি দেশীয় একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুক, ১৭টি তাজা কার্তুজ, চারটি খালি কার্তুজ,দুটি ছুরি ও ছয়টি দেশীয় দা।
আজ শনিবার দুপুরে র্যাব-১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের দুর্গম পাহাড়ে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের নেতৃত্বে এই চক্রটি ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক কারবারিসহ নানা অপরাধ করে আসছিল।
গত সাত মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায় ৭২ জন অপহরণ হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৪০ জন। ৭২ জনের মধ্য ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে। দুই দিনের ব্যবধানে অপহৃত হয়েছে সাত জন। এঁরই মধ্যে দুজন চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে অপহরণ ও ডাকাতির ‘ছালেহ বাহিনী’র মূল হোতা হাফিজুর রহমান প্রকাশ ছলেউদ্দিন ও তাঁর প্রধান সহযোগী সোহেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান প্রকাশ ছালেহ উদ্দিন প্রকাশ ছলে ডাকাত (৩০) ও তাঁর সহযোগী নুরুল আলম প্রকাশ নূরু (৪০), আক্তার কামাল প্রকাশ সোহেল (৩৭), নুরুল আলম প্রকাশ লালু (২৪), হারুনুর রশিদ (২৩), রিয়াজ উদ্দিন ও এক কিশোর। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, তিনটি দেশীয় একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুক, ১৭টি তাজা কার্তুজ, চারটি খালি কার্তুজ,দুটি ছুরি ও ছয়টি দেশীয় দা।
আজ শনিবার দুপুরে র্যাব-১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের দুর্গম পাহাড়ে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের নেতৃত্বে এই চক্রটি ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক কারবারিসহ নানা অপরাধ করে আসছিল।
গত সাত মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায় ৭২ জন অপহরণ হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৪০ জন। ৭২ জনের মধ্য ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে। দুই দিনের ব্যবধানে অপহৃত হয়েছে সাত জন। এঁরই মধ্যে দুজন চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

কুষ্টিয়ায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন নারীরা। তাঁরা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করায় আমির হামজাকে ক্ষমা চাইতে আহ্বান জানান।
২১ মিনিট আগে
টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪৩ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
১ ঘণ্টা আগে