কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ নাফ নদে মাছ ধরার সময় অপহরণের শিকার পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ বুধবার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাট দিয়ে তাঁদের দেশে ফেরত আনা হয়েছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়া উপজেলার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
এর আগে গত সোমবার ওই পাঁচ জেলে নৌকা করে নাফ নদে মাছ শিকারের সময় মিয়ানমারের রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাঁদের তুলে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার জানাজানি হওয়ার পর বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়। এরপর বিজিবি তাঁদের ফেরত আনতে তৎপরতা শুরু করে।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এঁদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশি পাঁচ জেলেকে ফেরত দিতে সম্মত হয়।’
তিনি আরও বলেন, আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর আজ সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদের শূন্যরেখায় যায়। সেখানে আলোচনার পর পাঁচ জেলেকে ফেরত দিয়েছে তারা। ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

কক্সবাজারের টেকনাফ নাফ নদে মাছ ধরার সময় অপহরণের শিকার পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ বুধবার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাট দিয়ে তাঁদের দেশে ফেরত আনা হয়েছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়া উপজেলার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
এর আগে গত সোমবার ওই পাঁচ জেলে নৌকা করে নাফ নদে মাছ শিকারের সময় মিয়ানমারের রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাঁদের তুলে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার জানাজানি হওয়ার পর বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়। এরপর বিজিবি তাঁদের ফেরত আনতে তৎপরতা শুরু করে।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এঁদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশি পাঁচ জেলেকে ফেরত দিতে সম্মত হয়।’
তিনি আরও বলেন, আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর আজ সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদের শূন্যরেখায় যায়। সেখানে আলোচনার পর পাঁচ জেলেকে ফেরত দিয়েছে তারা। ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৬ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৫ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৪১ মিনিট আগে