Ajker Patrika

টেকনাফে নৌবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ‘শীর্ষ সন্ত্রাসী’ গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে নৌবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ‘শীর্ষ সন্ত্রাসী’ গুলিবিদ্ধ
হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মো. রফিক। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে অভিযানের সময় নৌবাহিনীর এক সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. রফিক (২৭) ওই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা। তিনি শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের হোতা বলে দাবি করছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার সময় নৌবাহিনীর একটি দল পশ্চিম মহেশখালীয়া পাড়ায় বিশেষ অভিযানে যায়। নৌবাহিনীর সদস্যরা শীর্ষ অপহরণকারী ও সন্ত্রাসী রফিককে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান শুরু করেন। এ সময় রফিক নৌবাহিনীর এক সদস্যের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ধস্তাধস্তির মধ্যে অস্ত্র থেকে গুলি বের হয়ে রফিকের কোমরের ওপরে পেটের বাঁ পাশে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ রফিককে নৌবাহিনী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।

ওসি গিয়াস বলেন, রফিকের বিরুদ্ধে অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত