
চুয়াডাঙ্গার জীবননগরের ধান্যখোলা গ্রাম থেকে শমসের আলী (৪০) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মল্লিক মণ্ডলের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলের দিকে শমসের আলীর বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী বাসিন্দারা দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে থাকেন। পরে দেখেন ঘরের ভেতরে শমসের আলীর গলিত মরদেহ পড়ে আছে। এ সময় জীবননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শমসের আলী ধান্যখোলা গ্রামের একটি নির্জন স্থানে একাকী বসবাস করতেন। তাঁর স্ত্রী ও সন্তান জীবননগর পৌর এলাকার তেতুলিয়া গ্রামে বসবাস করেন। শমসের আলী সারা দিন ভ্যান চালিয়ে রাতে ব্যাটারি চার্জ দিতেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ির আশপাশে কেউ বসবাস না করায় বিষয়টি জানা যায়নি। ফলে মরদেহে পচন ধরলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ধান্যখোলা গ্রাম থেকে ভ্যানচালক শমসের আলীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে দেখা গেছে, তিনি তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

চুয়াডাঙ্গার জীবননগরের ধান্যখোলা গ্রাম থেকে শমসের আলী (৪০) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মল্লিক মণ্ডলের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলের দিকে শমসের আলীর বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী বাসিন্দারা দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে থাকেন। পরে দেখেন ঘরের ভেতরে শমসের আলীর গলিত মরদেহ পড়ে আছে। এ সময় জীবননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শমসের আলী ধান্যখোলা গ্রামের একটি নির্জন স্থানে একাকী বসবাস করতেন। তাঁর স্ত্রী ও সন্তান জীবননগর পৌর এলাকার তেতুলিয়া গ্রামে বসবাস করেন। শমসের আলী সারা দিন ভ্যান চালিয়ে রাতে ব্যাটারি চার্জ দিতেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ির আশপাশে কেউ বসবাস না করায় বিষয়টি জানা যায়নি। ফলে মরদেহে পচন ধরলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ধান্যখোলা গ্রাম থেকে ভ্যানচালক শমসের আলীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে দেখা গেছে, তিনি তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
৩১ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে