চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে নাজমুল হোসেন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়দি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিপন আলী (৩৬) একই এলাকার রেজাউল জোয়ার্দ্দারের ছেলে।
আহত রিপন আলী বলেন, ‘সকালে নাজমুলের আলমসাধুযোগে ভুট্টা নিয়ে বিক্রির জন্য ডিঙ্গেদহ বাজারে গিয়েছিলাম। ভুট্টা বিক্রি শেষে ফেরার পথে জাফরপুর মোড়ে পৌঁছালে নাজমুল তাঁর আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আলমসাধুটি উল্টে গেলে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিপন নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর বাম হাতের হাড় ভেঙে যাওয়াসহ গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। একই দুর্ঘটনায় নাজমুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুরে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আলমসাধুর একজন আরোহী গুরুতর জখম হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে নাজমুল হোসেন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়দি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিপন আলী (৩৬) একই এলাকার রেজাউল জোয়ার্দ্দারের ছেলে।
আহত রিপন আলী বলেন, ‘সকালে নাজমুলের আলমসাধুযোগে ভুট্টা নিয়ে বিক্রির জন্য ডিঙ্গেদহ বাজারে গিয়েছিলাম। ভুট্টা বিক্রি শেষে ফেরার পথে জাফরপুর মোড়ে পৌঁছালে নাজমুল তাঁর আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আলমসাধুটি উল্টে গেলে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিপন নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর বাম হাতের হাড় ভেঙে যাওয়াসহ গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। একই দুর্ঘটনায় নাজমুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুরে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আলমসাধুর একজন আরোহী গুরুতর জখম হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
৩১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৪১ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৪১ মিনিট আগে