আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

আলমডাঙ্গার বিনোদপুরে খেলার মাঠে গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো পিকআপের চাপায় জিসান (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ওই পিকআপের চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নিহত জিসান আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের প্রবাসী আলী হকের ছেলে। চার ভাইবোনের মধ্যে জিসান আহমেদ সবার ছোট। সে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শুক্রবার বিকেলে শিশু জিসানসহ বেশ কয়েক বন্ধু বাড়ির পাশে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। ওই মাঠে পিকআপ ভ্যান চালানো শিখছিলেন একই উপজেলার বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে তিতাস মণ্ডল। এ সময় হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে গিয়ে স্কুলছাত্র জিসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিসানের। এ সময় স্থানীয়রা তিতাসকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেয়।
ডাউকি ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, বিনোদপুর বিদ্যালয়ের মাঠে এক প্রশিক্ষণার্থী পিকআপ চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। বাড়ির পাশের ওই মাঠেই খেলা করছিল জিসানসহ কয়েক শিশু। সে সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারালে চাকার নিচে পড়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে উত্তেজিত জনতা পিকআপ ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পিকআপের চালককে থানায় নেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলমডাঙ্গার বিনোদপুরে খেলার মাঠে গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো পিকআপের চাপায় জিসান (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ওই পিকআপের চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নিহত জিসান আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের প্রবাসী আলী হকের ছেলে। চার ভাইবোনের মধ্যে জিসান আহমেদ সবার ছোট। সে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শুক্রবার বিকেলে শিশু জিসানসহ বেশ কয়েক বন্ধু বাড়ির পাশে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। ওই মাঠে পিকআপ ভ্যান চালানো শিখছিলেন একই উপজেলার বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে তিতাস মণ্ডল। এ সময় হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে গিয়ে স্কুলছাত্র জিসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিসানের। এ সময় স্থানীয়রা তিতাসকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেয়।
ডাউকি ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, বিনোদপুর বিদ্যালয়ের মাঠে এক প্রশিক্ষণার্থী পিকআপ চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। বাড়ির পাশের ওই মাঠেই খেলা করছিল জিসানসহ কয়েক শিশু। সে সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারালে চাকার নিচে পড়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে উত্তেজিত জনতা পিকআপ ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পিকআপের চালককে থানায় নেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৮ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
৩০ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে