নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: ‘লকডাউনের কারণে গত সোমবার থেকে গণপরিবহন চলাচল বন্ধ। প্রতিদিন প্রায় সাড়ে তিন কিলোমিটার হেঁটে কর্মস্থলে যাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। আজ বুধবার সকাল থেকেই তুমুল বৃষ্টিতে কর্মস্থলে হেঁটে যাওয়াও অসম্ভব হয়ে পড়ে। এভাবে আর কত?’ ক্ষুব্ধ পোশাককর্মী নাজমা বেগম (৩৫) এভাবেই বলছিলেন তাঁর কষ্টের কথা। গণপরিবহন চালুর দাবিতে আজ শতাধিক পোশাককর্মী চট্টগ্রামের টাইগারপাসে সড়ক অবরোধ করেন। সকাল ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা সড়ক বন্ধ রেখে বিক্ষোভ করেন তাঁরা।
নাজমা বেগম বলেন, `আমি কাজ করি আগ্রাবাদ কমার্স কলেজের সামনের একটি কারখানায়। নগরের কাজীর দেউড়ির আসকারদীঘির পূর্বপাড় এলাকায় থাকি। গত সোমবার থেকে লকডাউন চলছে। তাই প্রতিদিন হেঁটে কর্মস্থলে যেতে হয়। আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় হেঁটে যাওয়ারও উপায় নাই। আমরা যে বেতন পাই, রিকশা নিয়ে যাওয়া-আসা করলে সব টাকাই খরচ হয়ে যাবে। এ ছাড়া লকডাউন এমন সময় দিয়েছে, যখন মাস শেষ পর্যায়ে। এ সময়ে হাতে টাকা থাকে না। এভাবে আর কত? কর্মস্থলে যেতে পরিবহনের ব্যবস্থা করতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি।' সহকর্মীদের হয়ে তাঁদের দাবির যৌক্তিকতা সংক্ষেপে তুলে ধরেন নাজমা।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, `আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তাঁদের পরিবহনের ব্যবস্থা করে দিয়েছি। ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।'
কারখানা চালু রেখে গণপরিবহন বন্ধের বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু বলেন, `এটি একেবারে অমানবিক। সারা দিন পরিশ্রম করবেন অথচ কর্মস্থলে যাওয়ারও নিশ্চয়তা কেউ নেবে না, এটা ঠিক না। তাহলে লকডাউনে তাঁরা যাবেন কীভাবে? সরকারকে বিষয়টি নিয়ে ভাবা দরকার।'
কারখানার মালিকদের নিজস্ব অথবা ভাড়া করা পরিবহনে পোশাককর্মীদের কর্মস্থলে আনা–নেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। চট্টগ্রামের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, `বাসের সংকট আছে। আগে আমরা এক বাসে সিটে ও দাঁড়িয়েও তাঁদের পাঠিয়েছি। এখন এক সিট ফাঁকা রাখতে হচ্ছে। ফলে দ্বিগুণ তিনগুণ বাস লাগছে। শ্রমিকও কয়েক লাখ। এত বাস নেই। আমরা বিষয়টি দেখছি।'

চট্টগ্রাম: ‘লকডাউনের কারণে গত সোমবার থেকে গণপরিবহন চলাচল বন্ধ। প্রতিদিন প্রায় সাড়ে তিন কিলোমিটার হেঁটে কর্মস্থলে যাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। আজ বুধবার সকাল থেকেই তুমুল বৃষ্টিতে কর্মস্থলে হেঁটে যাওয়াও অসম্ভব হয়ে পড়ে। এভাবে আর কত?’ ক্ষুব্ধ পোশাককর্মী নাজমা বেগম (৩৫) এভাবেই বলছিলেন তাঁর কষ্টের কথা। গণপরিবহন চালুর দাবিতে আজ শতাধিক পোশাককর্মী চট্টগ্রামের টাইগারপাসে সড়ক অবরোধ করেন। সকাল ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা সড়ক বন্ধ রেখে বিক্ষোভ করেন তাঁরা।
নাজমা বেগম বলেন, `আমি কাজ করি আগ্রাবাদ কমার্স কলেজের সামনের একটি কারখানায়। নগরের কাজীর দেউড়ির আসকারদীঘির পূর্বপাড় এলাকায় থাকি। গত সোমবার থেকে লকডাউন চলছে। তাই প্রতিদিন হেঁটে কর্মস্থলে যেতে হয়। আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় হেঁটে যাওয়ারও উপায় নাই। আমরা যে বেতন পাই, রিকশা নিয়ে যাওয়া-আসা করলে সব টাকাই খরচ হয়ে যাবে। এ ছাড়া লকডাউন এমন সময় দিয়েছে, যখন মাস শেষ পর্যায়ে। এ সময়ে হাতে টাকা থাকে না। এভাবে আর কত? কর্মস্থলে যেতে পরিবহনের ব্যবস্থা করতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি।' সহকর্মীদের হয়ে তাঁদের দাবির যৌক্তিকতা সংক্ষেপে তুলে ধরেন নাজমা।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, `আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তাঁদের পরিবহনের ব্যবস্থা করে দিয়েছি। ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।'
কারখানা চালু রেখে গণপরিবহন বন্ধের বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু বলেন, `এটি একেবারে অমানবিক। সারা দিন পরিশ্রম করবেন অথচ কর্মস্থলে যাওয়ারও নিশ্চয়তা কেউ নেবে না, এটা ঠিক না। তাহলে লকডাউনে তাঁরা যাবেন কীভাবে? সরকারকে বিষয়টি নিয়ে ভাবা দরকার।'
কারখানার মালিকদের নিজস্ব অথবা ভাড়া করা পরিবহনে পোশাককর্মীদের কর্মস্থলে আনা–নেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। চট্টগ্রামের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, `বাসের সংকট আছে। আগে আমরা এক বাসে সিটে ও দাঁড়িয়েও তাঁদের পাঠিয়েছি। এখন এক সিট ফাঁকা রাখতে হচ্ছে। ফলে দ্বিগুণ তিনগুণ বাস লাগছে। শ্রমিকও কয়েক লাখ। এত বাস নেই। আমরা বিষয়টি দেখছি।'

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে