ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বোরহান উদ্দিন পেশায় মসজিদের ইমাম। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদের চাকরি করেছেন তিনি। যেখানে চাকরি করেন সেখানেই অভিযুক্ত হয়েছেন অপহরণ ও ধর্ষণের ঘটনায়। একাধিক মামলা চলমান রয়েছে। কারাগারেও ছিলেন টানা ১১ মাস। গত ৬ ফেব্রুয়ারি এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। পালিয়ে গিয়ে রেহাই পেলেন না, আটকা পড়লেন র্যাবের ফাঁদে।
আজ শুক্রবার হবিগঞ্জের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ এর সদস্যরা। এ সময় অপহৃত ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার বোরহান উদ্দিন জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ সিপিসি-১ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করেন বোরহান উদ্দিন। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি তার পরিবার থেকে র্যাবের কাছে বিষয়টি জানান হয়।
অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু করে র্যাব। অবশেষে ঘটনার ১০ দিন পর র্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী বোরহান উদ্দিন ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বোরহান উদ্দিনের বিবাহিত ও তিন সন্তানের বাবা। তিনি একজন লেবাসধারী ইমাম। তার বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া আখাউড়া থানা ও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ধর্ষণ-অপহরণের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। ১১ মাস কারাভোগ করে তিনি সম্প্রতি জামিনে বের হয়ে আবারও অপকর্ম শুরু করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আরও বলেন, ‘সদর উপজেলার একটি স্কুলে অপহৃত ওই স্কুলছাত্রী পড়াশোনা করত। একসময় ওই এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন বোরহান উদ্দিন। সে সময় থেকে নানান ভাবে ওই স্কুলছাত্রীকে ফুসলানোর চেষ্টা করে আসছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার বোরহান উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনার মামলার আসামি বোরহান উদ্দিনকে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব।’

বোরহান উদ্দিন পেশায় মসজিদের ইমাম। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদের চাকরি করেছেন তিনি। যেখানে চাকরি করেন সেখানেই অভিযুক্ত হয়েছেন অপহরণ ও ধর্ষণের ঘটনায়। একাধিক মামলা চলমান রয়েছে। কারাগারেও ছিলেন টানা ১১ মাস। গত ৬ ফেব্রুয়ারি এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। পালিয়ে গিয়ে রেহাই পেলেন না, আটকা পড়লেন র্যাবের ফাঁদে।
আজ শুক্রবার হবিগঞ্জের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ এর সদস্যরা। এ সময় অপহৃত ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার বোরহান উদ্দিন জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ সিপিসি-১ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করেন বোরহান উদ্দিন। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি তার পরিবার থেকে র্যাবের কাছে বিষয়টি জানান হয়।
অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু করে র্যাব। অবশেষে ঘটনার ১০ দিন পর র্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী বোরহান উদ্দিন ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বোরহান উদ্দিনের বিবাহিত ও তিন সন্তানের বাবা। তিনি একজন লেবাসধারী ইমাম। তার বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া আখাউড়া থানা ও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ধর্ষণ-অপহরণের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। ১১ মাস কারাভোগ করে তিনি সম্প্রতি জামিনে বের হয়ে আবারও অপকর্ম শুরু করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আরও বলেন, ‘সদর উপজেলার একটি স্কুলে অপহৃত ওই স্কুলছাত্রী পড়াশোনা করত। একসময় ওই এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন বোরহান উদ্দিন। সে সময় থেকে নানান ভাবে ওই স্কুলছাত্রীকে ফুসলানোর চেষ্টা করে আসছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার বোরহান উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনার মামলার আসামি বোরহান উদ্দিনকে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব।’

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
২৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে