নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গণমিছিল থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় জামায়াত শিবিরের ১১ নেতা-কর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পৌনে ২টায় চট্টগ্রাম মহানগর হাকিম-১ এর বিচারক জুয়েল দেবের তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড প্রাপ্ত আসামিরা হলেন, মাসুদ পারভেজ (৩৫), শেখ তাজুল ইসলাম (৩৫), ইমরান হোসেন (২২), বেলাল হোসেন (৪১), মো. তৌহিদুজ্জামান (৩৮), মো. আরিফুল ইসলাম (৩৯), মো. ইসমাইল দাউদ (৩৩), মো. সোহেল (২২), নূর মোহাম্মদ (৩২), আব্দুর রহমান (২৪) ও মো. রুবেল (৩০)।
আদালতের বেঞ্চ সহকারী বখতিয়ার উদ্দিন জানান, পুলিশ আসামিদের ৩ দিনের রিমান্ড আবেদন করে। একই দিন আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুরপূর্বক জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে এবং রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার (২৪ ডিসেম্বর) শুলকবহর এলাকায় হঠাৎ হাজারো নেতা-কর্মী নিয়ে গণমিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী। কেয়ারটেকার সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও জামায়াত ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবি নিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করে। এ সময় গণমিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশমুখে আসার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ পালন করেন নেতা-কর্মীরা। পুলিশের দাবি, গণমিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁদের ওপর ইট পাটকেল ছুড়ে পালিয়ে যান নেতা-কর্মীরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও দুই পুলিশ সদস্য আহত হন। এরপর ঘটনার দিনই নগরীর পাঁচলাইশ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
এতে জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মাওলানা মো. শাহজাহান (৬০), নায়েবে আমির আ. জ. ম ওবায়েদ উল্লাহ, নায়েবে আমির মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল আমিন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ (৪৯) ১৮ নেতা-কর্মীর নামে ও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামে গণমিছিল থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় জামায়াত শিবিরের ১১ নেতা-কর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পৌনে ২টায় চট্টগ্রাম মহানগর হাকিম-১ এর বিচারক জুয়েল দেবের তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড প্রাপ্ত আসামিরা হলেন, মাসুদ পারভেজ (৩৫), শেখ তাজুল ইসলাম (৩৫), ইমরান হোসেন (২২), বেলাল হোসেন (৪১), মো. তৌহিদুজ্জামান (৩৮), মো. আরিফুল ইসলাম (৩৯), মো. ইসমাইল দাউদ (৩৩), মো. সোহেল (২২), নূর মোহাম্মদ (৩২), আব্দুর রহমান (২৪) ও মো. রুবেল (৩০)।
আদালতের বেঞ্চ সহকারী বখতিয়ার উদ্দিন জানান, পুলিশ আসামিদের ৩ দিনের রিমান্ড আবেদন করে। একই দিন আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুরপূর্বক জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে এবং রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার (২৪ ডিসেম্বর) শুলকবহর এলাকায় হঠাৎ হাজারো নেতা-কর্মী নিয়ে গণমিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী। কেয়ারটেকার সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও জামায়াত ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবি নিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করে। এ সময় গণমিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশমুখে আসার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ পালন করেন নেতা-কর্মীরা। পুলিশের দাবি, গণমিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁদের ওপর ইট পাটকেল ছুড়ে পালিয়ে যান নেতা-কর্মীরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও দুই পুলিশ সদস্য আহত হন। এরপর ঘটনার দিনই নগরীর পাঁচলাইশ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
এতে জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মাওলানা মো. শাহজাহান (৬০), নায়েবে আমির আ. জ. ম ওবায়েদ উল্লাহ, নায়েবে আমির মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল আমিন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ (৪৯) ১৮ নেতা-কর্মীর নামে ও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে