কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার ও গুলিসহ ৭০ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন—কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে মো. খাইরুল হাসান (৩০), কুমিল্লা সদর উপজেলার বাহরূপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮), চাঁদপুরের মতলব উত্তরের নয়াকান্দি এলাকার মো. রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে খাইরুল হাসানের বিরুদ্ধে ৪০টি, রাকিবুল হাসান রিয়াদের বিরুদ্ধে ১৬টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এর অংশ হিসেবে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খাজু মিয়া মঙ্গলবার রাতে কান্দিরপাড় থেকে পদুয়ার বাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালান।
সিএনজিতে থাকা তিন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসপি জানান, গ্রেপ্তারদের মধ্যে রিয়াদ ও সোহাগ গতকালই জামিনে মুক্তি পান, আর খাইরুল এক মাস আগে জামিনে বের হন।
জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের সিএনজিচালক সহযোগী পালিয়ে গেছেন।

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার ও গুলিসহ ৭০ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন—কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে মো. খাইরুল হাসান (৩০), কুমিল্লা সদর উপজেলার বাহরূপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮), চাঁদপুরের মতলব উত্তরের নয়াকান্দি এলাকার মো. রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে খাইরুল হাসানের বিরুদ্ধে ৪০টি, রাকিবুল হাসান রিয়াদের বিরুদ্ধে ১৬টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এর অংশ হিসেবে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খাজু মিয়া মঙ্গলবার রাতে কান্দিরপাড় থেকে পদুয়ার বাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালান।
সিএনজিতে থাকা তিন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসপি জানান, গ্রেপ্তারদের মধ্যে রিয়াদ ও সোহাগ গতকালই জামিনে মুক্তি পান, আর খাইরুল এক মাস আগে জামিনে বের হন।
জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের সিএনজিচালক সহযোগী পালিয়ে গেছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৯ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১১ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১২ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩২ মিনিট আগে