কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার ও গুলিসহ ৭০ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন—কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে মো. খাইরুল হাসান (৩০), কুমিল্লা সদর উপজেলার বাহরূপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮), চাঁদপুরের মতলব উত্তরের নয়াকান্দি এলাকার মো. রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে খাইরুল হাসানের বিরুদ্ধে ৪০টি, রাকিবুল হাসান রিয়াদের বিরুদ্ধে ১৬টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এর অংশ হিসেবে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খাজু মিয়া মঙ্গলবার রাতে কান্দিরপাড় থেকে পদুয়ার বাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালান।
সিএনজিতে থাকা তিন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসপি জানান, গ্রেপ্তারদের মধ্যে রিয়াদ ও সোহাগ গতকালই জামিনে মুক্তি পান, আর খাইরুল এক মাস আগে জামিনে বের হন।
জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের সিএনজিচালক সহযোগী পালিয়ে গেছেন।

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার ও গুলিসহ ৭০ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন—কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে মো. খাইরুল হাসান (৩০), কুমিল্লা সদর উপজেলার বাহরূপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮), চাঁদপুরের মতলব উত্তরের নয়াকান্দি এলাকার মো. রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে খাইরুল হাসানের বিরুদ্ধে ৪০টি, রাকিবুল হাসান রিয়াদের বিরুদ্ধে ১৬টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এর অংশ হিসেবে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খাজু মিয়া মঙ্গলবার রাতে কান্দিরপাড় থেকে পদুয়ার বাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালান।
সিএনজিতে থাকা তিন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসপি জানান, গ্রেপ্তারদের মধ্যে রিয়াদ ও সোহাগ গতকালই জামিনে মুক্তি পান, আর খাইরুল এক মাস আগে জামিনে বের হন।
জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের সিএনজিচালক সহযোগী পালিয়ে গেছেন।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী তহবিলে ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা জমা পড়েছে। গতকাল সোমবার রাতে তিনি নিজের ফেসবুক পেজের লাইভে গিয়ে এই তথ্য জানান।
৮ মিনিট আগে
৫৩ বিজিবি অধিনায়ক বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষের মরদেহ হস্তান্তরের সময় ময়নাতদন্তের কোনো রিপোর্ট না দেওয়ায় প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না।’ বিজিবি কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশ এ বিষয়ে ময়নাতদন্ত করবে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০ মিনিট আগে
সাভারের বিরুলিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের বিরুদ্ধে সাভার থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
রাজশাহীতে জেঁকে বসেছে কনকনে শীত। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশে কুয়াশার ঘনত্ব খুব বেশি না থাকলেও হিমেল হাওয়ার দাপটে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়েছে।
২ ঘণ্টা আগে