কুবি প্রতিনিধি

৫১ আসন ফাঁকা রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ‘এ’ ইউনিটের গণিত বিভাগে ১২টি, পদার্থবিজ্ঞান বিভাগে একটি, পরিসংখ্যান বিভাগে ৮টি, রসায়ন বিভাগে ২টি, ফার্মেসি বিভাগে একটি এবং সিএসই বিভাগে একটিসহ মোট ২৫টি আসন ফাঁকা রয়েছে।
‘বি’ ইউনিটের বাংলা বিভাগে ২টি, নৃবিজ্ঞান বিভাগে ৬টি, প্রত্নতত্ত্ব বিভাগে ৯টিসহ মোট ১৭টি আসন ফাঁকা রয়েছে।
‘সি’ ইউনিটের মার্কেটিং বিভাগে ৭টি, ব্যবস্থাপনা শিক্ষা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একটি করে মোট ৯টি আসন ফাঁকা রয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামীকাল প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে। নবীনদের মঙ্গল কামনা করছি এবং সুস্বাগত জানাচ্ছি।’
মাইগ্রেশন প্রসঙ্গে তিনি বলেন, এটি ভর্তি কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গুচ্ছ অধিভুক্ত ভর্তি পরীক্ষা থেকে সরে এসে এবারে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয়টি। গত ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এরপর ৩ মে সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এবং একই দিন বেলা ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষা হয়েছে।

৫১ আসন ফাঁকা রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ‘এ’ ইউনিটের গণিত বিভাগে ১২টি, পদার্থবিজ্ঞান বিভাগে একটি, পরিসংখ্যান বিভাগে ৮টি, রসায়ন বিভাগে ২টি, ফার্মেসি বিভাগে একটি এবং সিএসই বিভাগে একটিসহ মোট ২৫টি আসন ফাঁকা রয়েছে।
‘বি’ ইউনিটের বাংলা বিভাগে ২টি, নৃবিজ্ঞান বিভাগে ৬টি, প্রত্নতত্ত্ব বিভাগে ৯টিসহ মোট ১৭টি আসন ফাঁকা রয়েছে।
‘সি’ ইউনিটের মার্কেটিং বিভাগে ৭টি, ব্যবস্থাপনা শিক্ষা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একটি করে মোট ৯টি আসন ফাঁকা রয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামীকাল প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে। নবীনদের মঙ্গল কামনা করছি এবং সুস্বাগত জানাচ্ছি।’
মাইগ্রেশন প্রসঙ্গে তিনি বলেন, এটি ভর্তি কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গুচ্ছ অধিভুক্ত ভর্তি পরীক্ষা থেকে সরে এসে এবারে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয়টি। গত ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এরপর ৩ মে সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এবং একই দিন বেলা ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৫ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে