নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ মাসে উভয় পক্ষের তিনজন খুন হন।
আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোনাতোলা গ্রামের আব্দুস সালামের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ ও সংঘর্ষ চলে আসছে। গত ৬ নভেম্বর আজগর আলীর গোষ্ঠীর সিদ্দিক মোল্লা নামের একজন নিহত হন। এর কিছুদিন পর গত ২১ এপ্রিল সালামের গোষ্ঠীর জোহরালী মিয়া নামের একজনের গলাকাটা লাশ পাওয়া যায়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা চলছে।
সর্বশেষ শুক্রবার দুপুরে আগের ঘটনার জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আজগর আলীর গোষ্ঠীর আক্কেল আলী মারা যান। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল হক বলেন, আগের ঘটনার জেরে দুই গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামিল খান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামের একজন নিহত হয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ মাসে উভয় পক্ষের তিনজন খুন হন।
আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোনাতোলা গ্রামের আব্দুস সালামের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ ও সংঘর্ষ চলে আসছে। গত ৬ নভেম্বর আজগর আলীর গোষ্ঠীর সিদ্দিক মোল্লা নামের একজন নিহত হন। এর কিছুদিন পর গত ২১ এপ্রিল সালামের গোষ্ঠীর জোহরালী মিয়া নামের একজনের গলাকাটা লাশ পাওয়া যায়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা চলছে।
সর্বশেষ শুক্রবার দুপুরে আগের ঘটনার জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আজগর আলীর গোষ্ঠীর আক্কেল আলী মারা যান। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল হক বলেন, আগের ঘটনার জেরে দুই গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামিল খান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামের একজন নিহত হয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১৩ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
১৮ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে