প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা মো. ইকবাল হোসেন (৪৩)। তিনি পেশায় ব্যবসায়ী। কিছুদিন আগে ব্যবসার জন্য ঋণ নিতে আবেদন করেন একটি বেসরকারি ব্যাংকে। ব্যাংক কর্মকর্তারা তাঁর জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে জানান, ভোটার তালিকায় তিনি মৃত! ব্যাংক কর্মকর্তার কথা শুনে আকাশ থেকে পড়েন ইকবাল। এরপর থেকে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো এই মানুষটি নিজেকে জীবিত প্রমাণ করতে ঘুরছেন নির্বাচন কমিশনসহ বিভিন্ন দপ্তরে। তার জাতীয় পরিচয়পত্র নম্বর-১৫১৭৪৬৩৫৫৯১৩৭।
ইকবাল হোসেন জানান, গত ২১ এপ্রিল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋণ নিতে ব্যাংকে আবেদন করতে যান। সেখানে জমা দেওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দেখা যায় তাঁকে মৃত দেখানো হয়েছে। পরে রাউজান উপজেলা নির্বাচন অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা ডাটাবেস যাচাই করে দেখতে পান ভোটার তালিকা হাল নাগাদের সময় তাঁকে মৃত দেখানো হয়েছে।
ব্যবসায়ী মো. ইকবাল হোসেন তালিকায় তাঁর নামের পাশ থেকে ‘মৃত’ শব্দটি বাদ দেওয়ার জন্য হলফনামা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউপি পরিষদের প্রত্যয়নপত্র ও জাতীয়তা সনদের কপি সংযুক্ত করে নির্বাচন কর্মকর্তা অরুণ উদয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন।
এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, ২০১৭ সালে ভোটার হালনাগাদ করার সময়ে ইকবাল হোসেনকে মৃত দেখানো হয়েছে। ওই সময়ে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভোটার হালনাগাদ কাজ করেন শিক্ষক জামাল উদ্দিন। ভোটার হালনাগাদ করার সময় সাইদুল্লাহ নামে এক ব্যক্তি মো. ইকবাল হোসেনকে মৃত বলে তথ্য দিয়েছিলেন। এখন তাঁর জাতীয় পরিচয়পত্র থেকে মৃত শব্দটি বাদ দিতে প্রয়োজনীয় কাগজপত্র ঢাকা নির্বচন কমিশন অফিসে পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, ভোটার হালনাগাদ করার সময়ে মো. ইকবাল হোসেনকে মৃত দেখানো তথ্য ফরমে স্থানীয় মেম্বর জাহাঙ্গীর সিকদার ও তৎকালীন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রয়াত দিদারুল আলমের স্বাক্ষর রয়েছে।

রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা মো. ইকবাল হোসেন (৪৩)। তিনি পেশায় ব্যবসায়ী। কিছুদিন আগে ব্যবসার জন্য ঋণ নিতে আবেদন করেন একটি বেসরকারি ব্যাংকে। ব্যাংক কর্মকর্তারা তাঁর জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে জানান, ভোটার তালিকায় তিনি মৃত! ব্যাংক কর্মকর্তার কথা শুনে আকাশ থেকে পড়েন ইকবাল। এরপর থেকে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো এই মানুষটি নিজেকে জীবিত প্রমাণ করতে ঘুরছেন নির্বাচন কমিশনসহ বিভিন্ন দপ্তরে। তার জাতীয় পরিচয়পত্র নম্বর-১৫১৭৪৬৩৫৫৯১৩৭।
ইকবাল হোসেন জানান, গত ২১ এপ্রিল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋণ নিতে ব্যাংকে আবেদন করতে যান। সেখানে জমা দেওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দেখা যায় তাঁকে মৃত দেখানো হয়েছে। পরে রাউজান উপজেলা নির্বাচন অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা ডাটাবেস যাচাই করে দেখতে পান ভোটার তালিকা হাল নাগাদের সময় তাঁকে মৃত দেখানো হয়েছে।
ব্যবসায়ী মো. ইকবাল হোসেন তালিকায় তাঁর নামের পাশ থেকে ‘মৃত’ শব্দটি বাদ দেওয়ার জন্য হলফনামা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউপি পরিষদের প্রত্যয়নপত্র ও জাতীয়তা সনদের কপি সংযুক্ত করে নির্বাচন কর্মকর্তা অরুণ উদয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন।
এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, ২০১৭ সালে ভোটার হালনাগাদ করার সময়ে ইকবাল হোসেনকে মৃত দেখানো হয়েছে। ওই সময়ে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভোটার হালনাগাদ কাজ করেন শিক্ষক জামাল উদ্দিন। ভোটার হালনাগাদ করার সময় সাইদুল্লাহ নামে এক ব্যক্তি মো. ইকবাল হোসেনকে মৃত বলে তথ্য দিয়েছিলেন। এখন তাঁর জাতীয় পরিচয়পত্র থেকে মৃত শব্দটি বাদ দিতে প্রয়োজনীয় কাগজপত্র ঢাকা নির্বচন কমিশন অফিসে পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, ভোটার হালনাগাদ করার সময়ে মো. ইকবাল হোসেনকে মৃত দেখানো তথ্য ফরমে স্থানীয় মেম্বর জাহাঙ্গীর সিকদার ও তৎকালীন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রয়াত দিদারুল আলমের স্বাক্ষর রয়েছে।

ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১১ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৪ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
১৭ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
২০ মিনিট আগে