Ajker Patrika

রাঙ্গুনিয়ায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
রাঙ্গুনিয়ায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা
রাঙ্গুনিয়ায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যম ভূমিরখিল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ভূমিরখিল গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আনাস (৭) এবং মো. ফোরকানের ছেলে ইয়াছিন আরফাত (৫)। নিহত শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা ভূমিরখিল রাইজিং স্কুলের পূর্ব পাশে সাবের সওদাগরের নতুন বাড়ির বাসিন্দা। বেলা সাড়ে ৩টার দিকে তারা নিখোঁজ হয়। এরপর তাদের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

ইউপি সদস্য আরও বলেন, ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। তার পাশেই একটি আমগাছ রয়েছে। ডোবাটি গত কয়েক দিনের বৃষ্টিতে ভর্তি হয়ে সমতলের সঙ্গে একাকার হয়ে গেছে।

শিশু দুটি দুর্ঘটনাবশত সেখানে পড়েই প্রাণ হারিয়েছে। সম্ভবত আম পাড়ার চেষ্টা করেছিল তারা। তাদের একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত