নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ধর্ষকদের ধরিয়ে দেওয়ার পর একটি উড়ো চিঠি পেয়ে আতঙ্কে রয়েছেন সেই রিকশাচালক আব্দুল হান্নান। গতকাল রোববার বিকেলে ওই উড়ো চিঠি তাঁর রিকশা থেকে পাওয়া গেছে বলে থানা-পুলিশকে জানিয়েছেন ভুক্তভোগী রিকশাচালক।
আজ সোমবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল হান্নানের রিকশা থেকে পাওয়া সেই চিঠির বিষয়ে তদন্ত শুরু করেছি। চিঠিটা কীভাবে সেখানে এসেছে তা জানার চেষ্টা চলছে। আশা করছি, শিগগিরই এর নেপথ্যের কারণ জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘রিকশাচালকের ভাষ্য অনুযায়ী একটি ভাড়া নিয়ে তিনি মতিঝর্না এলাকায় গিয়েছিলেন। সেখানে এক যুবক তাঁকে ভাড়া না দিয়ে চলে যায়। পরে রিকশার সিটের ওপর থেকে নাকি একটি চিঠি পাওয়া গেছে।’
চিঠিতে কি লেখা ছিল জানিয়ে ওসি বলেন, ‘আবদুল হান্নান আমার ছেলেগুলোকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে নিজের বিপদ ডেকে এনেছো। আমার লোক তোমার পেছনে দেওয়া আছে। তুমি কী কর কোথায় যাও আমার কাছে খবর আছে। যদি বাঁচতে চাও তাহলে আমাকে ৫০ হাজার টাকা দাও। না হলে তুমি বাঁচতে পারবা না। আবার দেখা হবে।’
এ বিষয়ে রিকশাচালক আব্দুল হান্নান বলেন, ‘ওই চিঠি পেয়ে আমি প্রথমে ৯৯৯-এ ফোন করে জানাই। পরে খুলশী থানায় রোববার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করছি।’
প্রসঙ্গত, গত ১৭ জুলাই দিবাগত রাত ২টার দিকে এক তরুণীকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন দুর্বৃত্তরা। খুলশী থানাধীন আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে একটি অস্থায়ী টং দোকানের ভেতর এই ঘটনা ঘটে। এ অবস্থায় রিকশাচালক আব্দুল হান্নান জাতীয় জরুরি সেবার ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করেন। এ সময় তিনজন পালিয়ে গেলেও পুলিশ পরে ওই তিনজনকেও গ্রেপ্তার করে। এই ঘটনায় গত ২০ জুলাই রিকশাচালক আব্দুল হান্নানকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করে পুলিশ।

চট্টগ্রামে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ধর্ষকদের ধরিয়ে দেওয়ার পর একটি উড়ো চিঠি পেয়ে আতঙ্কে রয়েছেন সেই রিকশাচালক আব্দুল হান্নান। গতকাল রোববার বিকেলে ওই উড়ো চিঠি তাঁর রিকশা থেকে পাওয়া গেছে বলে থানা-পুলিশকে জানিয়েছেন ভুক্তভোগী রিকশাচালক।
আজ সোমবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল হান্নানের রিকশা থেকে পাওয়া সেই চিঠির বিষয়ে তদন্ত শুরু করেছি। চিঠিটা কীভাবে সেখানে এসেছে তা জানার চেষ্টা চলছে। আশা করছি, শিগগিরই এর নেপথ্যের কারণ জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘রিকশাচালকের ভাষ্য অনুযায়ী একটি ভাড়া নিয়ে তিনি মতিঝর্না এলাকায় গিয়েছিলেন। সেখানে এক যুবক তাঁকে ভাড়া না দিয়ে চলে যায়। পরে রিকশার সিটের ওপর থেকে নাকি একটি চিঠি পাওয়া গেছে।’
চিঠিতে কি লেখা ছিল জানিয়ে ওসি বলেন, ‘আবদুল হান্নান আমার ছেলেগুলোকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে নিজের বিপদ ডেকে এনেছো। আমার লোক তোমার পেছনে দেওয়া আছে। তুমি কী কর কোথায় যাও আমার কাছে খবর আছে। যদি বাঁচতে চাও তাহলে আমাকে ৫০ হাজার টাকা দাও। না হলে তুমি বাঁচতে পারবা না। আবার দেখা হবে।’
এ বিষয়ে রিকশাচালক আব্দুল হান্নান বলেন, ‘ওই চিঠি পেয়ে আমি প্রথমে ৯৯৯-এ ফোন করে জানাই। পরে খুলশী থানায় রোববার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করছি।’
প্রসঙ্গত, গত ১৭ জুলাই দিবাগত রাত ২টার দিকে এক তরুণীকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন দুর্বৃত্তরা। খুলশী থানাধীন আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে একটি অস্থায়ী টং দোকানের ভেতর এই ঘটনা ঘটে। এ অবস্থায় রিকশাচালক আব্দুল হান্নান জাতীয় জরুরি সেবার ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করেন। এ সময় তিনজন পালিয়ে গেলেও পুলিশ পরে ওই তিনজনকেও গ্রেপ্তার করে। এই ঘটনায় গত ২০ জুলাই রিকশাচালক আব্দুল হান্নানকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করে পুলিশ।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে