সোহেল মারমা, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে গত দুই মাসে প্রকাশ্যে পিস্তুল, বন্দুক কিংবা ছুরি ঠেকিয়ে অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, ডাকাতি, পণ্যভর্তি গাড়ি লুটের একাধিক ঘটনা ঘটেছে। নতুন করে ঝামেলা ও হয়রানি এড়াতে ভুক্তভোগীদের অনেকেই থানা-পুলিশের কাছে যাচ্ছে না। এতে একের পর এক ঘটে চলেছে এসব অপরাধ। এসব অপরাধে পুরোনো পেশাদার সন্ত্রাসীদের পাশাপাশি রাজনৈতিক পরিচয় দেওয়া কর্মীদেরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রইছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যদি কোনো অভিযোগই না পাই, সে ক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ কম থাকে।’
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা জিইসি মোড়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গার্মেন্টস পণ্যভর্তি একটি কাভার্ড ভ্যান লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পণ্যগুলোর মালিক নগরের টেরী বাজারের এক ব্যবসায়ী। সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৩ লাখ টাকা মুক্তিপণ পেয়ে পণ্যভর্তি কাভার্ড ভ্যানটি ষোলশহর ২ নম্বর গেট থেকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের জিইসি মোড়ে গরীবউল্লাহ শাহ মাজারসংলগ্ন ডেবার পাড় এলাকাভিত্তিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে। কয়েকজন ছাত্রনেতা ওই চক্রটি নিয়ন্ত্রণ করছেন।
এর আগে গত ৩০ আগস্ট জিইসি মোড়ে একই চক্রের হাতে চট্টগ্রামের মিরসরাই পৌরসভার সদ্য সাবেক মেয়র গিয়াস উদ্দিন অপহৃত হন।
উদ্ধার হওয়া গিয়াস জানান, চক্রের ২ জনকে তিনি চিনতে পেরেছেন। তাঁরা হলেন বরিশাল কলোনির রাজু ও জাহাঙ্গীর ওরফে টুকু মোল্লা। তাঁরা দুজনই পদধারী এক ছাত্রদল নেতার অনুসারী হিসেবে পরিচিত।
৯ নভেম্বর দিনদুপুরে নগরীর চান্দগাঁও থানার পাশেই ওয়াসিফ মোটরস নামে একটি দোকানে চাঁদা না পেয়ে সহযোগীদের নিয়ে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী শহিদুল ইসলাম বুইশ্যা। দোকানি মারুফ থানায় কোনো অভিযোগ না দিলেও গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, সম্প্রতি বুইশ্যা চট্টগ্রাম কারাগার থেকে জামিনে বের হন। তাঁর বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে ১০টি মামলা রয়েছে।
৯ ডিসেম্বর এক ব্যবসায়ীকে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’ নামে একটি অপরাধী সংগঠন। ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, ওই গ্রুপটির বিষয়ে তদন্ত চলছে।
বাড়ির কাজ শুরু করায় হালিশহর থানার মধ্যম রামপুরা এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম আজাদের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে কিশোর গ্যাং লিডার ইমরান চৌধুরী ওরফে এমরান ও তাঁর সহযোগীরা।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, অভিযুক্ত ইমরান চৌধুরী এমরান এলাকায় যুবলীগ কর্মী বলে পরিচিত।
অন্য ঘটনার বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা শওকত আজম খাজা বলেন, কোনো অপরাধের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বহিষ্কার করা হচ্ছে। তবে এসব অপরাধ বিএনপিতে অনুপ্রবেশকারীরাই করছে।

চট্টগ্রাম নগরে গত দুই মাসে প্রকাশ্যে পিস্তুল, বন্দুক কিংবা ছুরি ঠেকিয়ে অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, ডাকাতি, পণ্যভর্তি গাড়ি লুটের একাধিক ঘটনা ঘটেছে। নতুন করে ঝামেলা ও হয়রানি এড়াতে ভুক্তভোগীদের অনেকেই থানা-পুলিশের কাছে যাচ্ছে না। এতে একের পর এক ঘটে চলেছে এসব অপরাধ। এসব অপরাধে পুরোনো পেশাদার সন্ত্রাসীদের পাশাপাশি রাজনৈতিক পরিচয় দেওয়া কর্মীদেরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রইছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যদি কোনো অভিযোগই না পাই, সে ক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ কম থাকে।’
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা জিইসি মোড়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গার্মেন্টস পণ্যভর্তি একটি কাভার্ড ভ্যান লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পণ্যগুলোর মালিক নগরের টেরী বাজারের এক ব্যবসায়ী। সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৩ লাখ টাকা মুক্তিপণ পেয়ে পণ্যভর্তি কাভার্ড ভ্যানটি ষোলশহর ২ নম্বর গেট থেকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের জিইসি মোড়ে গরীবউল্লাহ শাহ মাজারসংলগ্ন ডেবার পাড় এলাকাভিত্তিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে। কয়েকজন ছাত্রনেতা ওই চক্রটি নিয়ন্ত্রণ করছেন।
এর আগে গত ৩০ আগস্ট জিইসি মোড়ে একই চক্রের হাতে চট্টগ্রামের মিরসরাই পৌরসভার সদ্য সাবেক মেয়র গিয়াস উদ্দিন অপহৃত হন।
উদ্ধার হওয়া গিয়াস জানান, চক্রের ২ জনকে তিনি চিনতে পেরেছেন। তাঁরা হলেন বরিশাল কলোনির রাজু ও জাহাঙ্গীর ওরফে টুকু মোল্লা। তাঁরা দুজনই পদধারী এক ছাত্রদল নেতার অনুসারী হিসেবে পরিচিত।
৯ নভেম্বর দিনদুপুরে নগরীর চান্দগাঁও থানার পাশেই ওয়াসিফ মোটরস নামে একটি দোকানে চাঁদা না পেয়ে সহযোগীদের নিয়ে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী শহিদুল ইসলাম বুইশ্যা। দোকানি মারুফ থানায় কোনো অভিযোগ না দিলেও গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, সম্প্রতি বুইশ্যা চট্টগ্রাম কারাগার থেকে জামিনে বের হন। তাঁর বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে ১০টি মামলা রয়েছে।
৯ ডিসেম্বর এক ব্যবসায়ীকে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’ নামে একটি অপরাধী সংগঠন। ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, ওই গ্রুপটির বিষয়ে তদন্ত চলছে।
বাড়ির কাজ শুরু করায় হালিশহর থানার মধ্যম রামপুরা এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম আজাদের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে কিশোর গ্যাং লিডার ইমরান চৌধুরী ওরফে এমরান ও তাঁর সহযোগীরা।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, অভিযুক্ত ইমরান চৌধুরী এমরান এলাকায় যুবলীগ কর্মী বলে পরিচিত।
অন্য ঘটনার বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা শওকত আজম খাজা বলেন, কোনো অপরাধের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বহিষ্কার করা হচ্ছে। তবে এসব অপরাধ বিএনপিতে অনুপ্রবেশকারীরাই করছে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
২৮ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে