নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহীম নেওয়াজ (৩০) নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, কারা অভ্যন্তরে ওই বন্দীকে টিনশেডের একটি রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত বন্দীর বাড়ি রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। চট্টগ্রামের রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে বন্দী।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম কারাগারে রুবেল দে নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী পরিবার।
এদিকে কারা অভ্যন্তরে বন্দীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। কমিটিতে বিভাগের আরও তিন জেলা কারাগারের জেল সুপারকে সদস্য করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে খাদ্যগুদামের সামনে চৌবাচ্চার টিনশেডের রডের সঙ্গে প্লাস্টিকের বস্তা ও কম্বলের বর্ডারের অংশ দিয়ে ঝুলে থাকতে দেখা যায় বন্দী ইব্রাহীম নেওয়াজকে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।

আবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহীম নেওয়াজ (৩০) নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, কারা অভ্যন্তরে ওই বন্দীকে টিনশেডের একটি রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত বন্দীর বাড়ি রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। চট্টগ্রামের রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে বন্দী।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম কারাগারে রুবেল দে নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী পরিবার।
এদিকে কারা অভ্যন্তরে বন্দীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। কমিটিতে বিভাগের আরও তিন জেলা কারাগারের জেল সুপারকে সদস্য করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে খাদ্যগুদামের সামনে চৌবাচ্চার টিনশেডের রডের সঙ্গে প্লাস্টিকের বস্তা ও কম্বলের বর্ডারের অংশ দিয়ে ঝুলে থাকতে দেখা যায় বন্দী ইব্রাহীম নেওয়াজকে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৪৩ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে