নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহীম নেওয়াজ (৩০) নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, কারা অভ্যন্তরে ওই বন্দীকে টিনশেডের একটি রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত বন্দীর বাড়ি রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। চট্টগ্রামের রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে বন্দী।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম কারাগারে রুবেল দে নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী পরিবার।
এদিকে কারা অভ্যন্তরে বন্দীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। কমিটিতে বিভাগের আরও তিন জেলা কারাগারের জেল সুপারকে সদস্য করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে খাদ্যগুদামের সামনে চৌবাচ্চার টিনশেডের রডের সঙ্গে প্লাস্টিকের বস্তা ও কম্বলের বর্ডারের অংশ দিয়ে ঝুলে থাকতে দেখা যায় বন্দী ইব্রাহীম নেওয়াজকে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।

আবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহীম নেওয়াজ (৩০) নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, কারা অভ্যন্তরে ওই বন্দীকে টিনশেডের একটি রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত বন্দীর বাড়ি রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। চট্টগ্রামের রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে বন্দী।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম কারাগারে রুবেল দে নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী পরিবার।
এদিকে কারা অভ্যন্তরে বন্দীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। কমিটিতে বিভাগের আরও তিন জেলা কারাগারের জেল সুপারকে সদস্য করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে খাদ্যগুদামের সামনে চৌবাচ্চার টিনশেডের রডের সঙ্গে প্লাস্টিকের বস্তা ও কম্বলের বর্ডারের অংশ দিয়ে ঝুলে থাকতে দেখা যায় বন্দী ইব্রাহীম নেওয়াজকে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে