চাঁদপুর প্রতিনিধি

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বাবা-মায়ের কবরের পাশেই তিনি চিরনিদ্রায় শায়িত হলেন। গতকাল বুধবার রাতে এশার নামাজের পর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ওয়াজিহিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা মাঠে জানাজাটি হয়।
জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী। পরে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে এই সাংবাদিক নেতার দাফন সম্পন্ন হয়।
দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সঞ্চালনায় রুহুল আমিন গাজীর জানাজার আগে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান, হানারচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন গাজী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও পেশাজীবী সংগঠন নেতা অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।
জানাজায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, মরহুমের আত্মীয়স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটের রুহুল আমিন গাজী প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ সাংবাদিক নেতা।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বাবা-মায়ের কবরের পাশেই তিনি চিরনিদ্রায় শায়িত হলেন। গতকাল বুধবার রাতে এশার নামাজের পর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ওয়াজিহিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা মাঠে জানাজাটি হয়।
জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী। পরে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে এই সাংবাদিক নেতার দাফন সম্পন্ন হয়।
দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সঞ্চালনায় রুহুল আমিন গাজীর জানাজার আগে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান, হানারচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন গাজী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও পেশাজীবী সংগঠন নেতা অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।
জানাজায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, মরহুমের আত্মীয়স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটের রুহুল আমিন গাজী প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ সাংবাদিক নেতা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে