রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশকে ভারত সরকারের দেওয়া উপহার ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়েছে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল শনিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুর আলম দ্বীন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম এমপি বলেন, ভারতের সঙ্গে আমাদের রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। তাদের সঙ্গে আমাদের খাবার, সংস্কৃতিতে রয়েছে মিল। তিনি ঘোষণা দেন, রাউজানে উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের যে কারও প্রয়োজনে নিয়ম মেনে নিতে পারবেন। আমরা মানুষের সংকটকালে সব সময় পাশে আছি। জীবন বাঁচানোই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করে বলেন, ভারত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসামগ্রী, ভ্যাকসিন ও অক্সিজেন সরবরাহ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার, জনগণ ও সেনাবাহিনী সার্বিক সহায়তা করেছে। ৫০ বছরে ভারত ও বাংলাদেশের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হয়েছে। বাংলাদেশের উন্নতিতে ভারতবাসী আনন্দিত।
তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রাউজান ভ্রমণ করার কথা উল্লেখ করে বলেন, উপমহাদেশের বীর সন্তান মাস্টার দা সূর্যসেন আমাদের গর্ব। কলকাতাসহ ভারতের অনেক শহরে মাস্টার দা’র নামে স্মারক ও সড়ক আছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান। স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কুমার পালিত, যুবলীগ নেতা সুমন দে প্রমুখ।

বাংলাদেশকে ভারত সরকারের দেওয়া উপহার ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়েছে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল শনিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুর আলম দ্বীন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম এমপি বলেন, ভারতের সঙ্গে আমাদের রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। তাদের সঙ্গে আমাদের খাবার, সংস্কৃতিতে রয়েছে মিল। তিনি ঘোষণা দেন, রাউজানে উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের যে কারও প্রয়োজনে নিয়ম মেনে নিতে পারবেন। আমরা মানুষের সংকটকালে সব সময় পাশে আছি। জীবন বাঁচানোই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করে বলেন, ভারত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসামগ্রী, ভ্যাকসিন ও অক্সিজেন সরবরাহ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার, জনগণ ও সেনাবাহিনী সার্বিক সহায়তা করেছে। ৫০ বছরে ভারত ও বাংলাদেশের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হয়েছে। বাংলাদেশের উন্নতিতে ভারতবাসী আনন্দিত।
তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রাউজান ভ্রমণ করার কথা উল্লেখ করে বলেন, উপমহাদেশের বীর সন্তান মাস্টার দা সূর্যসেন আমাদের গর্ব। কলকাতাসহ ভারতের অনেক শহরে মাস্টার দা’র নামে স্মারক ও সড়ক আছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান। স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কুমার পালিত, যুবলীগ নেতা সুমন দে প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে